সিলেটের চাকরির খবর
চাকরি দিচ্ছে শাহজালাল আইসিটি কিন্ডারগার্টেন এন্ড হাইস্কুল
শাহজালাল আইসিটি কিন্ডারগার্টেন এন্ড হাইস্কুল, তালতলা, সিলেট-এ প্রধান শিক্ষক এবং ইংরেজি, গণিত, ছবিআঁকা, আরবি বিষয়ে সহকারী শিক্ষক ও কম্পিউটার অপারেটর পদে লােক নিয়ােগ দেওয়া হবে।
প্রধান শিক্ষক অনার্স ডিগ্রি সম্পন্ন এবং বয়স ৩০-এর উর্ধ্বে হতে হবে।
ইংরেজি, গণিত, ছবিআঁকা ও কম্পিউটার অপারেটর পদে শিক্ষাগত যােগ্যতা ন্যূনতম এইচ,এস,সি।
অনার্স ডিগ্রি সম্পন্ন প্রার্থীদেরকে অগ্রাধিকার দেওয়া হবে।
আরবির ক্ষেত্রে নূরানী প্রশিক্ষণপ্রাপ্ত/আলিম পাস হতে হবে।
স্ব-হস্তে লিখিত আবেদনপত্রে বিষয়ভিত্তিক পদ উল্লেখপূর্বক সভাপতি শাহজালাল আইসিটি কিন্ডারগার্টেন এন্ড হাইস্কুলের অনুকূলে অফেরতযােগ্য প্রধান শিক্ষক ৩০০/= এবং অন্যান্য পদের জন্য ২০০/= টাকার পে-অর্ডার/একাউন্ট নং১৮২৬০১০০০২৬০৯ রূপালী ব্যাংক কাজির বাজার শাখায় জমা দিয়ে জমা ভাউচারসহ আবেদনপত্র (সকাল ৯.০০-২.০০টা) ০৭/১২/২০২১ খ্রিঃ তারিখের মধ্যে আহবান করা যাচ্ছে।
মােবাইল : ০১৭১১-২০৩৫৭৬ বিঃ দ্রঃ প্লে থেকে স্ট্যান্ডার্ড এইট পর্যন্তু ভর্তি চলছে।
সভাপতি শাহজালাল আইসিটি কিল্ডারগার্টেন এন্ড হাইস্কুল
বিস্তারিত জানতে বিজ্ঞপ্তি দেখুন
সূত্র: দৈনিক সিলেটের ডাক ২৪ নভেম্বর ২০২১ইং