চাকরির ডেস্ক
শনিবার, নভেম্বর ২৭, ২০২১
সিলেটের চাকরির খবর
আনুজানী জনকল্যাণ উচ্চ বিদ্যালয়ে চাকরির সুযোগ
আনুজানী জনকল্যাণ উচ্চ বিদ্যালয়, ডাক-আলীগঞ্জ বাজার, উপজেলাছাতক, জেলা-সুনামগঞ্জের জন্য বিধি মােতাবেক শূন্যপদে একজন প্রধান। শিক্ষক, সৃষ্ট পদে একজন পরিচ্ছন্নতাকর্মী ও একজন আয়া আবশ্যক।
আগ্রহী প্রার্থীগণ বিজ্ঞপ্তি প্রকাশের ৩০ দিনের মধ্যে ছবি, প্রয়ােজনীয় কাগজপত্রাদি ও কৃষি ব্যাংক মঈনপুর শাখার অনুকূলে প্রধান শিক্ষক পদে ১০০০/= ও অন্যান্য পদে ৫০০/= টাকার ব্যাংক ড্রাফট (অফেরতযােগ্য) সহ, সভাপতি বরাবর আবেদন করুন।
সভাপতি
০১৭১২ ৬৪৫১৩৭
বিস্তারিত জানতে বিজ্ঞপ্তি দেখুন
সূত্র: দৈনিক সিলেটের ডাক ২৫ নভেম্বর ২০২১ইং
সতর্কীকরণ নােটিশ
সিলেটের চাকরির খবর প্রকাশিত চাকরির বিজ্ঞাপনগুলাে অত্যন্ত সতর্কতার সহিত ভাল করে খোঁজ খবর নিয়ে নিজ দায়িত্বে চাকরির জন্য যােগাযােগ করুন কোন প্রকার টাকা পয়সা লেনদেন না করার জন্য পরামর্শ দেওয়া হলাে এক্ষেত্রে কেউ আর্থিক ক্ষতিগ্রস্থ হলে সিলেটের চাকরির খবর দায়ী থাকিবে না।
সর্বশেষ চাকরির খবর