সিলেটের চাকরির খবর
চাকরি দিচ্ছে আরডিআরএস বাংলাদেশ
RDRS Bangladesh আরডিআরএস বাংলাদেশ, এর নিম্নলিখিত প্রকল্পের উল্লেখিত পদসমূহে নিয়ােগের জন্য বাংলাদেশী নাগরিকদের কাছ থেকে আবেদনপত্র আহ্বান করছে।
প্রকল্পের নাম : সূচনা; পদের নাম : এডমিন এন্ড ফাইন্যান্স অফিসার;
শিক্ষাগত যােগ্যতা : স্নাতকোত্তর (এ্যাকাউন্টিং/ফাইন্যান্স), অধিক অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের ক্ষেত্রে শিক্ষাগত যােগ্যতা শিথীলযােগ্য; অভিজ্ঞতা : সংশ্লিষ্ট কাজে কমপক্ষে ০৩ বছরের অভিজ্ঞতা; বেতন: প্রতি মাসে ২৭,০০০/= টাকা; কর্ম এলাকা : সিলেট। প্রকল্পের নাম : আউট অব স্কুল চিলড্রেন এডুকেশন; পদের নাম : ডেপুটি ম্যানেজার-মনিটরিং শিক্ষাগত যােগ্যতা : স্নাতকোত্তর, বিএড ডিগ্রীধারী আবেদনকারীদেরকে অগ্রাধিকার দেয়া হবে।
অভিজ্ঞতা : মনিটরিং এ কাজ করার কমপক্ষে ০৬ বছরের অভিজ্ঞতা; বেতন: প্রতিমাসে ৪০,০০০/-টাকা; কর্ম এলাকা : সিলেট। উপরােক্ত পদসমূহে আবেদনে আগ্রহী প্রার্থীদেরকে বিস্তারিত জানার জন্য https://corporate3.bdjobs.com/Applicant_Process.asp?jobno=1010588&ref=; https://corporate3.bdjobs.com/Applicant Process.asp?jobno=101 T 0594&ref= এই লিংকগুলাে ভিজিট করার জন্য অনুরােধ করা হলাে। যােগ্যতাসম্পন্ন নারী প্রার্থীদেরকে আবেদন করার জন্য উৎসাহিত করা যাচ্ছে।আবেদনের শেষ তারিখ ৭ ডিসেম্বর ২০১১।
বিস্তারিত জানতে বিজ্ঞপ্তি দেখুন
সূত্র: দৈনিক সিলেটের ডাক ০২ ডিসেম্বর ২০২১ইং
আপনার ওয়েবসাইটের ভিজিটর মনিটরিং করার জন্য এটা ব্যবহার করতে পারেন, এটি গুগল এনালাইটিক এর মত কাজ করে।