চাকরির ডেস্ক
মঙ্গলবার, ডিসেম্বর ৭, ২০২১
সিলেটের চাকরির খবর
সিলেটের শীর্ষস্থানীয় স্বাস্থ্যসেবা প্রদানকারী ‘ওয়েসিস হসপিটাল এর সহযােগী প্রতিষ্ঠান ‘ওয়েসিস নার্সিং ইনস্টিটিউট”র জন্য নিম্নোক্ত পদসমূহে জরুরী ভিত্তিতে আকর্ষনীয় বেতনে দক্ষ ও অভিজ্ঞ জনবল নিয়ােগ করা হবে।
আগ্রহী প্রার্থীগণ আগামী ১৪/১২/২০২১খ্রি. তারিখের মধ্যে ২ কপি পাসপাের্ট সাইজ ছবি, শিক্ষাগত যােগ্যতার সনদপত্রের ফটোকপি, জাতীয় পরিচয়পত্র/জন্ম নিবন্ধন এর ফটোকপি, অন্যান্য প্রয়ােজনীয় কাগজপত্র, খামের উপর পদের নাম ও মােবাইল নাম্বার উল্লেখপূর্বক ব্যবস্থাপনা পরিচালক, ওয়েসিস নার্সিং ইনস্টিটিউট বরাবর আবেদন গ্রার অনুরােধ করা হচ্ছে।
সকলক্ষেত্রে অভিজ্ঞদের অগ্রাধিকার দেয়া হবে।
শুধুমাত্র বাছাইকৃত প্রার্থীদের সাক্ষাতকারের জন্য ডাকা হবে।
সাক্ষাতকারের সময় কোন প্রকার টিএ/ডিএ প্রদান করা হবে না।
আবেদনপত্র ডাকযােগে/সরাসরি জমা দেয়ার ঠিকানা:
ওয়েসিস নার্সিং ইনস্টিটিউট
সােবহানীঘাট, সিলেট।
হেল্প লাইন: ০১৭৯৪ ৪০৮৩৯০
ই-মেইল : oasisnursinginst@gmail.com
বিস্তারিত জানতে বিজ্ঞপ্তি দেখুন
সূত্র: দৈনিক শ্যামল সিলেট ০৭ ডিসেম্বর ২০২১ইং
সতর্কীকরণ নােটিশ
সিলেটের চাকরির খবর প্রকাশিত চাকরির বিজ্ঞাপনগুলাে অত্যন্ত সতর্কতার সহিত ভাল করে খোঁজ খবর নিয়ে নিজ দায়িত্বে চাকরির জন্য যােগাযােগ করুন কোন প্রকার টাকা পয়সা লেনদেন না করার জন্য পরামর্শ দেওয়া হলাে এক্ষেত্রে কেউ আর্থিক ক্ষতিগ্রস্থ হলে সিলেটের চাকরির খবর দায়ী থাকিবে না।
সর্বশেষ চাকরির খবর