চাকরির ডেস্ক
সোমবার, ডিসেম্বর ২০, ২০২১
সিলেটের চাকরির খবর
চাকরি দিচ্ছে নিশিতা ম্যানুফ্যাকচারিং কোম্পানী ও স্বর্ণা মেজর ফ্লাওয়ার মিল
নিশিতা ম্যানুফ্যাকচারিং কোম্পানী ও স্বর্ণা মেজর ফ্লাওয়ার মিল এর জন্য নিম্নেক্ত পদে জরুরী ভিত্তিতে কিছু সংখ্যক
লােক নিয়ােগ দেওয়া হবে।
আগ্রহী প্রার্থীগণ স্মার্ট, সুদর্শন, কর্মঠ ও ধৈর্য্যশীল হলে দরখাস্তের সহিত প্রয়ােজনীয় কাগজপত্রসহ নিম্নোক্ত ঠিকানায়।
যােগাযােগ করতে বলা হইল।
বেতন :-আলােচনা সাপেক্ষ।
বিঃ দ্রঃ নিয়ােগের ক্ষেত্রে অভিজ্ঞ প্রার্থীকে অগ্রাধিকার দেওয়া।
কর্মস্থল :-সিলেট বিভাগের যেকোন স্থানে হতে পারে।
সাক্ষাতের সময় ও তারিখঃ ২৩/১২/২০২১ ইং বৃহস্পতিবার সকাল ১০ টা
নিশিতা ফুডস ৪৯ (ব্লক-এ), নিউ মার্কেট লালদিঘীর পাড়, সিলেট।
বিস্তারিত জানতে বিজ্ঞপ্তি দেখুন
সূত্র: দৈনিক সিলেটের ডাক ২০ ডিসম্বর ২০২১ইং
সতর্কীকরণ নােটিশ
সিলেটের চাকরির খবর প্রকাশিত চাকরির বিজ্ঞাপনগুলাে অত্যন্ত সতর্কতার সহিত ভাল করে খোঁজ খবর নিয়ে নিজ দায়িত্বে চাকরির জন্য যােগাযােগ করুন কোন প্রকার টাকা পয়সা লেনদেন না করার জন্য পরামর্শ দেওয়া হলাে এক্ষেত্রে কেউ আর্থিক ক্ষতিগ্রস্থ হলে সিলেটের চাকরির খবর দায়ী থাকিবে না।
সর্বশেষ চাকরির খবর