সোমবার, ০৯ ডিসেম্বর ২০২৪, ০৮:২৪ অপরাহ্ন

৯৭ জনকে চাকরি দিচ্ছে হিসাব মহানিয়ন্ত্রক এর কার্যালয়

ডেস্ক রিপোর্ট / ১০২ মোট শেয়ার
হালনাগাদ : বুধবার, ২৯ ডিসেম্বর, ২০২১
https://sylheterchakrirkhabar.com/uploadfile/2022/01/চীফ-জুডিসিয়াল-ম্যাজিস্ট্রেট-এর-কার্যালয়-হবিগঞ্জে-চাকরির-সুযোগ
https://sylheterchakrirkhabar.com/uploadfile/2022/01/চীফ-জুডিসিয়াল-ম্যাজিস্ট্রেট-এর-কার্যালয়-হবিগঞ্জে-চাকরির-সুযোগ

 

সিলেটের চাকরির খবর

৯৭ জনকে চাকরি দিচ্ছে হিসাব মহানিয়ন্ত্রক এর কার্যালয়

হিসাব মহানিয়ন্ত্রক এর কার্যালয় এবং এর আওতাধীন দপ্তরসমূহের জাতীয় বেতন স্কেল, ২০১৫ এর ১৯তম গ্রেড ও ২০তম গ্রেডভূক্ত নিমােক্ত স্থায়ীপদে অস্থায়ী ভিত্তিতে জনবল নিয়ােগের জন্য পদের পাশে উল্লিখিত শিক্ষাগত যােগ্যতা এবং নিম্নবর্ণিত শর্তে প্রকৃত বাংলাদেশী নাগরিকদের নিকট হতে অনলাইনে (http://cga.teletalk.com.bd ওয়েবসাইটে) নির্ধারিত সময়ের মধ্যে অনলাইন (online) এ আবেদনপত্র আহ্বান করা যাচ্ছে। অনলাইন online) ব্যতীত অন্য কোন মাধ্যমে প্রেরিত আবেদন গ্রহণ করা হবে না

আবেদনপত্র পূরণ সংক্রান্ত শর্তাবলি: (ক) এই বিজ্ঞপ্তির অধীনে পরীক্ষায় অংশগ্রহণে ইচ্ছুক প্রার্থীগণ http://cga.teletalk.com.bd ওয়েবসাইটে আবেদনপত্র পূরণ করতে পারবেন। আবেদনের সময়সীমা নিম্নরূপঃ (i) online-এ আবেদনপত্র পূরণ ও পরীক্ষার ফি জমাদান আরম্ভের তারিখ ও সময়: ১২/০১/২০২২খ্রি, সকাল: ১০:০০ ঘটিকা। (ii) online-এ আবেদনপত্র জমাদানের শেষ তারিখ ও সময়: ২৭/০১/২০২২খ্রি, বিকাল: ০৫:০০ ঘটিকা।

(মানিক হােসেন। উপ হিসাব মহানিয়ন্ত্রক (প্রশাসন-২)

সদস্য সচিব।

বিভাগীয় নির্বাচন কমিটি

বিস্তারিত জানতে বিজ্ঞপ্তি দেখুন

সূত্র: বাংলাদেশ প্রতিদিন ২৮ ডিসেম্বর ২০২১ইং

৯৭ জনকে চাকরি দিচ্ছে হিসাব মহানিয়ন্ত্রক এর কার্যালয়


এই বিভাগের আরো খবর

আপনার ওয়েবসাইটের ভিজিটর মনিটরিং করার জন্য এটা ব্যবহার করতে পারেন, এটি গুগল এনালাইটিক এর মত কাজ করে।