রবিবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৫, ০৮:৩৭ অপরাহ্ন

রসময় মেমােরিয়াল উচ্চ বিদ্যালয় সিলেটে চাকরির সুযোগ

ডেস্ক রিপোর্ট / ৪৭৩ মোট শেয়ার
হালনাগাদ : বুধবার, ৫ জানুয়ারী, ২০২২
রসময় মেমােরিয়াল উচ্চ বিদ্যালয়

 

সিলেটের চাকরির খবর

রসময় মেমােরিয়াল উচ্চ বিদ্যালয় সিলেটে চাকরির সুযোগ

রসময় মেমােরিয়াল উচ্চ বিদ্যালয়, সদর, সিলেট এর জন্য সর্বশেষ জনবল কাঠামাে ও MP0 নীতিমালা অনুযায়ী একজন কম্পিউটার ল্যাব অপারেটর, বাংলাদেশ কারিগরি শিক্ষাবাের্ড হতে ৩ বছর মেয়াদী কম্পিউটার ডিপ্লোমা / সমমান অথবা শিক্ষাবাের্ড হতে কম্পিউটার / তথ্য ও যােগাযােগ প্রযুক্তি সহ বিজ্ঞান বিভাগে HSC / সমমানসহ সরকার অনুমােদিত প্রতিষ্ঠান হতে ৬ মাস মেয়াদি কম্পিউটার ডিপ্লোমাধারী অগ্রাধিকার পাবে। সমগ্র শিক্ষা জীবনে ১টির বেশি ৩য় বিভাগ / শ্রেণি / সমমান গ্রহণযােগ্য হবে না।

এছাড়া জে.এস.সি জে.ডি.সি / সমমান পাস যােগ্যতাসম্পন্ন ০১ জন নিরাপত্তা কর্মী, ০১ জন আয়া ও ০১ জন নৈশপ্রহরী আবশ্যক।

আগ্রহী প্রার্থীগণ বিজ্ঞপ্তি প্রকাশের ১৫ দিনের মধ্যে কম্পিউটার ল্যাব অপারেটর পদে ৫০০/- এবং অন্যান্য পদে ৩০০/{ টাকার ব্যাংক ড্রাফট / পে-অর্ডার, সকল সনদ, নম্বরপত্রের সত্যায়িত কপি, ০১ – কপি পাসপাের্ট সাইজ রঙ্গিন ছবি ও অন্যান্য প্রয়ােজনীয় কাগজপত্রসহ প্রধান শিক্ষক বরাবর আবেদন করুন।

প্রধান শিক্ষক

বিস্তারিত জানতে বিজ্ঞপ্তি দেখুন

সূত্র: দৈনিক সিলেটের ডাক ০৪ জানুয়ারি ২০২২ইং

রসময় মেমােরিয়াল উচ্চ বিদ্যালয় সিলেটে চাকরির সুযোগ


এই বিভাগের আরো খবর