বুধবার, ১১ ডিসেম্বর ২০২৪, ০৬:৫৭ পূর্বাহ্ন

চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট এর কার্যালয়, হবিগঞ্জে চাকরির সুযোগ

ডেস্ক রিপোর্ট / ১৪৭ মোট শেয়ার
হালনাগাদ : বৃহস্পতিবার, ৬ জানুয়ারী, ২০২২
https://sylheterchakrirkhabar.com/uploadfile/2022/01/চীফ-জুডিসিয়াল-ম্যাজিস্ট্রেট-এর-কার্যালয়-হবিগঞ্জে-চাকরির-সুযোগ
https://sylheterchakrirkhabar.com/uploadfile/2022/01/চীফ-জুডিসিয়াল-ম্যাজিস্ট্রেট-এর-কার্যালয়-হবিগঞ্জে-চাকরির-সুযোগ

সিলেটের চাকরির খবর

চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট এর কার্যালয়, হবিগঞ্জে চাকরির সুযোগ

১। প্রার্থীকে আবেদন ফরম ও প্রবেশপত্র habiganj.judiciary. org.bd ওয়েবসাইট হতে ডাউনলােড করে যথাযথভাবে স্বহস্তে পূরণ পূর্বক আগামী ২৭/০১/২০২২খ্রি. তারিখ অফিস সময়ের মধ্যে চেয়ারম্যান, বাছাই কমিটি ও চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট, চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট এর কার্যালয়, হিবিগঞ্জ বরাবর আবেদন করতে হবে।

আবেদনের সাথে প্রবেশপত্র, চালানের মূলকপি ও সত্যায়িত ছবি ছাড়া অন্য কোন কাগজাদি সংযুক্ত করার প্রয়ােজন নাই। (৩) আবেদনপত্র আগামী ২৭/০১/২০২২খ্রি. তারিখ অফিস চলাকালীন সময়ের মধ্যে (বিকাল ৫.০০ ঘটিকা) ডাকযােগে চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট এর

 habiganj.judiciary.org.bd ওয়েবসাইটে প্রকাশ করা হবে। (১৩) স্টেনাে-টাইপিস্ট, বেঞ্চ সহকারী, অফিস সহায়ক (এম.এল.এস.এস.) ও lনৈশ প্রহরী পদে পূর্বে আবেদনকারীদের পূনরায় আবেদন করার প্রয়ােজন। নেই। চেয়ারম্যান, বাছাই কমিটি ও চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট, হবিগঞ্জ। সম্পূর্ণ অস্থায়ী ভিত্তিতে নিয়ােগ করা হবে।

বিস্তারিত জানতে বিজ্ঞপ্তি দেখুন

সূত্রঃ কালেরকণ্ঠ ৩০/১২/২১ইং (পৃ: ১২)

চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট এর কার্যালয়, হবিগঞ্জে চাকরির সুযোগ


এই বিভাগের আরো খবর

আপনার ওয়েবসাইটের ভিজিটর মনিটরিং করার জন্য এটা ব্যবহার করতে পারেন, এটি গুগল এনালাইটিক এর মত কাজ করে।