চাকরির ডেস্ক
শুক্রবার, জানুয়ারি ৭, ২০২২
সিলেটের চাকরির খবর
চাকরি দিচ্ছে RTM International
UPHCSDP- প্রকল্পের আওতায় RTM International কর্তৃক বাস্তবায়নাধীন সুনামগঞ্জ জেলার দিরাই ও জগন্নাথপুর পৌরসভা এলাকার কার্যক্রমের জন্য নিম্নোক্ত পদ সমূহে যােগ্যতা সম্পন্ন প্রার্থীদের নিয়ােগ/প্যানেল করা হবে:
উপযুক্ত যােগ্যতা সম্পন্ন প্রার্থীদের আগামী ১৫ জানুয়ারী ২০২২ তারিখের মধ্যে পরিচালক (প্রশাসন), আর.টি.এম. ইন্টারন্যাশনাল, ৫৮১ শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা বরাবরে তাদের সনদপত্র, জাতীয় পরিচয় পত্র ও দুই কপি ছবি সহকারে জীবন বৃত্তান্ত সহ আবেদন ইমেইল (rtm@rtm-international.org) অথবা ডাক অথবা কুরিয়ার যােগে পৌছাতে হবে।
বিস্তারিত জানতে বিজ্ঞপ্তি দেখুন
সূত্র: দৈনিক সিলেটের ডাক ০৬ জানুয়ারি ২০২২ইং
সতর্কীকরণ নােটিশ
সিলেটের চাকরির খবর প্রকাশিত চাকরির বিজ্ঞাপনগুলাে অত্যন্ত সতর্কতার সহিত ভাল করে খোঁজ খবর নিয়ে নিজ দায়িত্বে চাকরির জন্য যােগাযােগ করুন কোন প্রকার টাকা পয়সা লেনদেন না করার জন্য পরামর্শ দেওয়া হলাে এক্ষেত্রে কেউ আর্থিক ক্ষতিগ্রস্থ হলে সিলেটের চাকরির খবর দায়ী থাকিবে না।
সর্বশেষ চাকরির খবর