ক্যারিয়ার গড়ুন দি একমি ল্যাবরেটরিজ লিমিটেড
দেশের ওষুধ শিল্পের অন্যতম পথিকৃৎ এবং শীর্ষস্থানীয় ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান দি একমি ল্যাবরেটরিজ লিমিটেড-এ নিম্মােক্ত পদে নিয়ােগের জন্য উপযুক্ত প্রার্থীদের উল্লেখিত ঠিকানায়। উপস্থিত হওয়ার জন্য আহবান করা হচ্ছে।
পদের নাম : জুনিয়র এস.আন্ত দায়িত্ব ও কর্তব্য: অর্ডার অনুযায়ী সংশ্লিষ্ট পার্টি কে সময় মতাে ওষুধ সরবরাহ করা। বিলের টাকা সংগ্রহ করে কোম্পানীর ব্যাংক হিসাবে জমা নিশ্চিত করা।
শিক্ষাগত যােগ্যতা: প্রার্থীকে নূন্যতম এইচ.এস.সি এবং বা সমমানের পরীক্ষায় পাশ হতে হবে।
পদের নাম : জুনিয়র প্যাকিংম্যান প্রার্থীকে নূন্যতম এস.এস.সি/সমমানের পরীক্ষায় পাশ সহ অটুট স্বাস্থ্যের অধিকারী হতে হবে। প্রার্থীকে বিল অনুযায়ী ঔষধসমুহ সঠিকভাবে প্যাকিং ও বিতরণ নিশ্চিত করতে হবে। বিক্রয়কেন্দ্রের ঔষধসমুহ লােডিং এবং আনলােডিং এর কাজে সহায়তা করতে হবে। রুটিন কাজের বাহিরে প্রার্থীকে উর্দ্ধতন কর্তৃপক্ষের নির্দেশে যে কোন কাজ করার জন্য মানসিকভাবে প্রস্তুত থাকতে হবে। প্রার্থীকে কোম্পানীর যেকোন ডিপােতে/স্থানে কাজ করার জন্য প্রস্তুত থাকতে হবে।
বেতন, অন্যান্য সুযােগ সুবিধা: আকর্ষনীয় বেতন কাঠামাে, টিএ/ডিএ, উৎসব বােনাস, পারফরমেন্স বােনাস, প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি, গ্রুপ
বিস্তারিত জানতে বিজ্ঞপ্তি দেখুন
সূত্র: বাংলাদেশ প্রতিদিন ০৭ জানুয়ারি ২০২২ইং
আপনার ওয়েবসাইটের ভিজিটর মনিটরিং করার জন্য এটা ব্যবহার করতে পারেন, এটি গুগল এনালাইটিক এর মত কাজ করে।