ইসরাইলপুর আনুজানী দাখিল মাদ্রাসাতে চাকরির সুযোগ
ইসরাইলপুর আনুজানী দাখিল মাদ্রাসা (নন-এমপিও), ডাক : আলীগঞ্জ বাজার৩১৩৪, উপজেলা : ছাতক, জেলা ; সুনামগঞ্জ এর জন্য সরকারী বিধি মােতাবেক উল্লেখিত পদগুলােতে শিক্ষক-কর্মচারী নিয়ােগ করা হবে।
সুপারিনটেনডেন্ট-১ জন, সহকারী সুপারিনটেনডেন্ট-১ জন, সহকারী মৌলভী৩ জন, সহকারী শিক্ষক-৩ জন (বাংলা, ইংরেজি, গণিত), অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর-১ জন, কৃারী মুজাব্বিদ-১ জন, পরিচ্ছন্নতা কর্মী-১ জন, আয়া-১ জন। আগ্রহী প্রার্থীদেরকে আগামী ১৫ কার্যদিবসের মধ্যে সভাপতি বরাবরে আবেদন করার জন্য আহবান করা হলো।
সভাপতি
মােবাইল : ০১৭১৫০৭৩৯১৪
বিস্তারিত জানতে বিজ্ঞপ্তি দেখুন
সূত্র: দৈনিক সিলেটের ডাক ২৪ জানুয়ারি ২০২২ইং
সৈয়দ সাইফুল ইসলাম নাহেদ
আপনার ওয়েবসাইটের ভিজিটর মনিটরিং করার জন্য এটা ব্যবহার করতে পারেন, এটি গুগল এনালাইটিক এর মত কাজ করে।