চাকরির ডেস্ক
বুধবার, জানুয়ারি ২৬, ২০২২
চাকরি দিচ্ছে মকবুল আহমদ আইডিয়াল একাডেমী
মাধ্যমিক পর্যায়ে অনুমতিপ্রাপ্ত বেসরকারী শিক্ষা প্রতিষ্ঠান ‘মকবুল আহমদ আইডিয়াল একাডেমী’ ডাকঘর : সাউথ-ভাদেশ্বর, উপজেলা: গােলাপগঞ্জ, জেলা : সিলেট-এর জন্য একজন অভিজ্ঞ বিএসসি/ এমএসসি বিজ্ঞান শিক্ষক (গণিত ও বিজ্ঞান বিষয়ে পারদর্শী) আবশ্যক।
এনটিআরসি কর্তৃক নিবন্ধনধারী শিক্ষকদেরকে অগ্রাধিকার দেওয়া হইবে।
বেতন :-আলােচনা সাপেক্ষে।
আগ্রহী প্রার্থীগণকে সনদপত্রের মূলকপি, অভিজ্ঞতার সার্টিফিকেট (যদি থাকে), ২ কপি পাসপাের্ট সাইজের ফটো ও স্বহস্তে লিখিত আবেদনপত্রসহ আগামী ০৭/০২/২০২২ খ্রিস্টাব্দ, রােজ সােমবার বেলা ১১.০০ ঘটিকায় সাক্ষাঙ্কার বাের্ডের সামনে হাজির থাকতে হবে।
প্রধান শিক্ষক
মােবাইল নম্বর : ০১৭২০১৪৬০৮৬
বিস্তারিত জানতে বিজ্ঞপ্তি দেখুন
সূত্র: দৈনিক সিলেটের ডাক ২৫ জানুয়ারি ২০২২ইং
সৈয়দ সাইফুল ইসলাম নাহেদ
সতর্কীকরণ নােটিশ
সিলেটের চাকরির খবর প্রকাশিত চাকরির বিজ্ঞাপনগুলাে অত্যন্ত সতর্কতার সহিত ভাল করে খোঁজ খবর নিয়ে নিজ দায়িত্বে চাকরির জন্য যােগাযােগ করুন কোন প্রকার টাকা পয়সা লেনদেন না করার জন্য পরামর্শ দেওয়া হলাে এক্ষেত্রে কেউ আর্থিক ক্ষতিগ্রস্থ হলে সিলেটের চাকরির খবর দায়ী থাকিবে না।
সর্বশেষ চাকরির খবর