সৈয়দ সাইফুুল ইসলাম নাহেদ
চাকরি দিচ্ছে অ্যাম্বিশন প্রফেশনাল এন্ড টেকনিক্যাল ইন্সটিটিউট, সিলেট
অ্যাম্বিশন প্রফেশনাল এন্ড টেকনিক্যাল ইন্সটিটিউট, সিলেট(প্রস্তাবিত) -এর জন্য বাংলাদেশ কারিগরি শিক্ষাবাের্ড’র বিধি মােতাবেক যােগ্যতাসম্পন্ন ১জন অধ্যক্ষ, কম্পিউটার টেকনােলজি বিষয়ের উপর ডিগ্রিধারী ১জন ট্রেড ইন্সট্রাক্টর ও ১জন ল্যাব অ্যাসিস্ট্যান্ট, চারু কলা বিষয়ের উপর ডিগ্রিধারী ১জন ট্রেড ইন্সট্রাক্টর ও ১জন ল্যাব অ্যাসিস্ট্যান্ট, ১জন অফিস সহকারী কাম হিসাব সহকারী ও ১জন নৈশ প্রহরী নিয়ােগ করা হবে ।
আগ্রহীদের বিজ্ঞপ্তি প্রকাশের ১৫ দিনের মধ্যে প্রয়ােজনীয় কাগজপত্রসহ নিম্নের ঠিকানায় আবেদন করার জন্য অনুরােধ করা গেল।
চেয়ারম্যান
অ্যাম্বিশন প্রফেশনাল এন্ড টেকনিক্যাল ইন্সটিটিউট, সিলেট (প্রস্তাবিত)
সালাম কমপ্লেক্স(২য় তলা), মদিনা মার্কেট, সিলেট।
মােবাইল: ০১৩১৮-২২১৫৭৫
বিস্তারিত জানতে বিজ্ঞপ্তি দেখুন
সূত্র: দৈনিক সিলেট বাণী ০১ ফেব্রুয়ারি ২০২২ইং
আপনার ওয়েবসাইটের ভিজিটর মনিটরিং করার জন্য এটা ব্যবহার করতে পারেন, এটি গুগল এনালাইটিক এর মত কাজ করে।