বুধবার, ১১ ডিসেম্বর ২০২৪, ০৬:০৬ পূর্বাহ্ন

ইমাম পদে চাকরি দিচ্ছে মজুমদার পাড়া টি এন্ড টি কলােনী জামে মসজিদ

ডেস্ক রিপোর্ট / ৩৭২ মোট শেয়ার
হালনাগাদ : মঙ্গলবার, ১৫ ফেব্রুয়ারী, ২০২২
ইমাম পদে চাকরি দিচ্ছে মজুমদার পাড়া টি এন্ড টি কলােনী জামে মসজিদ

সিলেটের চাকরির খবর

ইমাম পদে চাকরি দিচ্ছে মজুমদার পাড়া টি এন্ড টি কলােনী জামে মসজিদ

মজুমদার পাড়া টি এন্ড টি কলােনী জামে মসজিদ, মজুমদার পাড়া, শিবগঞ্জ, সিলেট-৩১০০ এর জন্য একজন ইমাম আবশ্যক।

প্রার্থীকে কামিল দাওরাহ-এ হাদীস বা সমমান পাশ হতে হবে, মুফতি অতিরিক্ত যােগ্যতা হিসেবে গণ্য হবে।

প্রার্থীর বয়স ৪০ উর্ধ্ব ও বিবাহিত হতে হবে।

মাসিক বেতন : আলােচনা সাপেক্ষ।

আগ্রহী প্রার্থীদেরকে সম্প্রতি তােলা ২ কপি পাসপাের্ট সাইজের ছবি, অভিজ্ঞতা ও সংশ্লিষ্ট পরীক্ষা পাশের সনদপত্র, জাতীয় পরিচয়পত্রের ফটোকপি এবং যােগাযােগের জন্য মােবাইল নম্বর উল্লেখপূর্বক আগামী ২৭/০২/২০১২ ইং (রবিবার) এর মধ্যে জীবন বৃত্তান্তসহ দরখাস্ত মােতাওয়াল্লী, মজুমদার পাড়া টি এন্ড টি কলােনী জামে মসজিদ, শিবগঞ্জ বরাবরে জমা দিতে হবে।

যােগায়ােগ : মােতাওয়াল্লী, ০১৭১১-৯৭৫৪৬০

বিস্তারিত জানতে বিজ্ঞপ্তি দেখুন

সূত্র: দৈনিক সিলেটের ডাক ১৫ ফেব্রুয়ারী ২০২২ইং

ইমাম পদে চাকরি দিচ্ছে মজুমদার পাড়া টি এন্ড টি কলােনী জামে মসজিদ

 

 

 


এই বিভাগের আরো খবর

আপনার ওয়েবসাইটের ভিজিটর মনিটরিং করার জন্য এটা ব্যবহার করতে পারেন, এটি গুগল এনালাইটিক এর মত কাজ করে।