সিলেটের চাকরির খবর
টিএমএসএস এ চাকরির সুযোগ
টিএমএসএস জাতীয় পর্যায়ের একটি বেসরকারী উন্নয়ন সংস্থা।
অত্র সংস্থা আইসিটি ডােমেইন কর্তৃক পরিচালিত জোবেদা ফাউন্ডেশন নার্সিং ইন্সটিটিউট, বগুড়া ও ওয়াজেদা কুদুস ফাউন্ডেশন নার্সিং ইন্সটিটিউট, মাদারীপুর-এ নিম্ন বর্ণিত পদে জনবল নিয়ােগের উদ্দেশ্যে উপযুক্ত প্রার্থীদের নিকট থেকে শর্তপূরণ সাপেক্ষে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে।
জোবেদা ফাউন্ডেশন নার্সিং ইন্সটিটিউট JFNI), সুজাবাদ, দহপাড়া, বনানী, বগুড়া ০১ অধ্যক্ষ-০১ জন।
কর্মস্থল: সুজাবাদ, দহপাড়া, বনানী, বগুড়া।
শিক্ষাগত যােগ্যতা ও অভিজ্ঞতা: বিএসসি ইন নার্সিংMPH। নার্সিং ইন্সটিটিউটে ০৫ বছরের শিক্ষকতার অভিজ্ঞতা থাকতে হবে।
তবে সরকারী নার্সিং ইন্সটিটিউট হতে অবসরপ্রাপ্ত নার্সিং শিক্ষকদের অগ্রাধিকার দেওয়া
হভে।
বেতন ভাতা আলােচনা সাপেক্ষে।
ওয়াজেদা কুদুস ফাউন্ডেশ নার্সিং ইন্সটিটিউট (WKFNI), পাঁচখােলা, মাদারীপুর অধ্যক্ষ-০১ জন।
কর্মস্থল: পাঁচখােলা, মাদারীপুর। শিক্ষাগত যােগ্যতা ও অভিজ্ঞতা: বিএসসি ইন নার্সিং/MPH।
নার্সিং ইন্সটিটিউটে ০৫ বছরের শিক্ষকতার অভিজ্ঞতা থাকতে হবে; তবে সরকারী নার্সিং ইন্সটিটিউট হতে অবসরপ্রাপ্ত নার্সিং শিক্ষকদের অগ্রাধিকার দেওয়া হবে।
বেতন ভাতা: আলােচনা সাপেক্ষে।
০৩ানার্সিং ইন্সট্রাক্টর-০৮ জন।
কর্মস্থল: পাঁচখােলা, মাদারীপুর। শিক্ষাগত যােগ্যতা ও অভিজ্ঞতা: বিএসসি ইন নার্সিং।
নার্সিং ইন্সটিটিউটে ০১ বছরের শিক্ষকতার অভিজ্ঞতা থাকতে হবে। তবে সরকারী নার্সিং ইন্সটিটিউট হতে অবসরপ্রাপ্ত নার্সিং শিক্ষকদের অগ্রাধিকার দেওয়া হবে।
বেতন ভাতা: আলােচনা সাপেক্ষে।
শর্তাবলী: আগ্রহী প্রার্থীগণকে সদ্য তােলা ০৩ (তিন) কপি রঙিন পাসপাের্ট সাইজের সত্যায়িত ছবি, মােবাইল নম্বর, পূর্ণাঙ্গ জীবনবৃত্তান্ত, সকল শিক্ষাগত যােগ্যতা ও অভিজ্ঞতার সনদপত্র এবং জাতীয় পরিচয়পত্রের সত্যায়িত অনুলিপিসহ আবেদন পরিচালক (এইচআর-এম এ্যান্ড এ্যাডমিন) বরাবর করতে হবে এবং আবেদনপত্র আগামী ২৩/০২/২০২২ইং তারিখে অফিস চলাকালীন সময়ের মধ্যে ০১ নং পদের প্রার্থীগণকে টিএমএসএস ফাউন্ডেশন অফিস, ঠেঙ্গামারা, রংপুর রােড, বগুড়া-৫৮০০ ঠিকানায় এবং ০২-০৩নং পদের প্রার্থীগণকে টিএমএসএস মাদারীপুর জোন অফিস, পাঁচখােলা (মুক্তি সেনা স্কুলের পার্শ্বে মাদারীপুর) ঠিকানায় পৌঁছাতে হবে।
২। সংস্থার বিধি অনুসারে উৎসব ভাতা ও জীবন বীমাসহ অন্যান্য সুযােগ-সুবিধা প্রদান করা হবে।
৩। নির্বাচনী পরীক্ষার তারিখ, সময় ও স্থান পরবর্তীতে SMS/মােবাইল ফোনের মাধ্যমে জানানাে হবে এবং নির্বাচনী পরীক্ষায় অংশগ্রহণের সময় শিক্ষাগত যােগ্যতা, অভিজ্ঞতার এর মূল সনদপত্র সঙ্গে আনতে হবে।
৪। ০১ ও ০২ নং ব্যতিত নির্বাচিত প্রার্থীদেরকে যােগদানের সময় সংস্থা কর্তৃক নির্ধারিত পরিমাণ জামানত (লভ্যাংশসহ ফেরতযােগ্য) প্রদান করতে হবে।
৫। ইতিপূর্বে যারা টিএমএসএস-এর চাকরি হতে অব্যাহতি দিয়েছেন আবেদন করার ক্ষেত্রে তাদেরকে টিএমএসএস এর কর্ম অভিজ্ঞতা অবশ্যই উল্লেখ করতে হবে।
তবে টিএমএসএস কর্তৃক চাকরিচ্যুত কর্মী আবেদন করতে পারবেন না।
৬। নির্বাচনী পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোন প্রকার টিএ/ডিএ প্রদান করা হবে না।
৭। কর্তৃপক্ষ কোন কারণ বা ব্যাখ্যা ছাড়াই আবেদন বাতিল করার অধিকার সংরক্ষণ করে।
পরিচালক।
ফোন: ০৫১-৬৫৭১৯, ৭৮৫৬৯
Web: www.tmss-bd.org
বিস্তারিত জানতে বিজ্ঞপ্তি দেখুন
সূত্র: বাংলাদেশ প্রতিদিন ১৬ ফেব্রুয়ারী ২০২২ইং
আপনার ওয়েবসাইটের ভিজিটর মনিটরিং করার জন্য এটা ব্যবহার করতে পারেন, এটি গুগল এনালাইটিক এর মত কাজ করে।