রবিবার, ০৮ সেপ্টেম্বর ২০২৪, ০৩:০৫ পূর্বাহ্ন

ইমাম ও মােয়াজ্জিন পদে চাকরি দিচ্ছে বিএডিসি জামে মসজিদ

ডেস্ক রিপোর্ট / ৮৮ মোট শেয়ার
হালনাগাদ : সোমবার, ৭ মার্চ, ২০২২
ইমাম ও মােয়াজ্জিন পদে চাকরি দিচ্ছে বিএডিসি জামে মসজিদ

সিলেটের চাকরির খবর

ইমাম ও মােয়াজ্জিন পদে চাকরি দিচ্ছে বিএডিসি জামে মসজিদ

বিএডিসি জামে মসজিদ শেখঘাট, সিলেট-এর জন্য একজন অভিজ্ঞ ইমাম ও একজন মােয়াজ্জিন আবশ্যক।

১৫/০৩/২০২২ খি, তারিখের মধ্যে সভাপতি, বিএডিসি জামে মসজিদ, শেখঘাট, সিলেট এর বরাবরে পূর্ণাঙ্গ জীবন বৃত্তান্ত উল্লেখপূর্বক স্ব-হস্তে

আবেদন করে আবেদনপত্রটি নির্বাহী প্রকৌশলী (সওকা), বিএডিসি, সিলেট রিজিয়ন, শেখঘাট, সিলেট-এর কার্যালয়ে জমা প্রদানের জন্য অনুরােধ

করা হলাে।

সার্বিক যােগাযােগে মােঃ তাজুল ইসলাম, সাধারণ সম্পাদক, বিএডিসি, জামে মসজিদ পরিচালনা কমিটি।

মােবাইল নম্বর : ০১৭১৩-৮০৫০৪৮। [ বি: দ্র: বেতন আলােচনা সাপেক্ষে। ফ্রি আবাসিক সুবিধা প্রদান করা হবে। সাক্ষাৎকারের।

তারিখ মােবাইলের

মাধ্যমে জানানাে হবে।

মােঃ তাজুল ইসলাম

সদস্য সচিব, বাছাই কমিটি বিএডিসি, জামে মসজিদ পরিচালনা কমিটি, শেখঘাট, সিলেট।

বিস্তারিত জানতে বিজ্ঞপ্তি দেখুন

সূত্র: দৈনিক সিলেটের ডাক ০৬ মার্চ ২০২২ইং

ইমাম ও মােয়াজ্জিন পদে চাকরি দিচ্ছে বিএডিসি জামে মসজিদ


এই বিভাগের আরো খবর

আপনার ওয়েবসাইটের ভিজিটর মনিটরিং করার জন্য এটা ব্যবহার করতে পারেন, এটি গুগল এনালাইটিক এর মত কাজ করে।