সিলেটের চাকরির খবর
বৃটিশ বাংলা এডুকেশন ট্রাস্টে চাকরির সুযোগ
সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর উপজেলায় বৃটিশ বাংলা এডুকেশন ট্রাস্ট কর্তৃক নির্মিত কম্পিউটার প্রশিক্ষণ ভবনে বিনামূল্যে ছাত্র/ছাত্রীদের কম্পিউটার প্রশিক্ষণের জন্য ০২ (দুই) জন অভিজ্ঞ কম্পিউটার প্রশিক্ষক (পুরুষ/মহিলা) প্রার্থীদের নিকট হতে আবেদনপত্র আহবান করা যাচ্ছে।
শর্তাবলী
০১। আবেদনকারীর নাম, পিতার নাম, বর্তমান ঠিকানা, স্থায়ী ঠিকানা, জন্ম তারিখ, বয়স, জাতীয়তা, শিক্ষাগত যােগ্যতা, অভিজ্ঞতা ইত্যাদি উল্লেখ করতে হবে।
০২। বেতন আলােচনা সাপেক্ষে।
০৩। জগন্নাথপুর উপজেলার স্থায়ী বাসিন্দাদের চকুিরীর ক্ষেত্রে অগ্রাধিকার দেওয়া হবে।
০৪। আবেদনপত্র যাচাই বাছাই করার পর আগামী ১৭.০৩.২০২২ইং তারিখ বিকাল ৩:০০ ঘটিকার সময় সাক্ষাৎকার গ্রহণ করা হবে। সাক্ষাৎকারের স্থান:- বৃটিশ বাংলা এডুকেশন ট্রাস্ট এর নিজস্ব অফিস ভবন, হবিবনগর, জগন্নাথপুর, সুনামগঞ্জ।
০৫। আবেদনপত্র পাঠানাের ঠিকানা মুহিব চৌধুরী, প্রকল্প সেক্রেটারী, ১৫ এ মােহনা, পাঠানটুলা, সিলেট অথবা বৃটিশ বাংলা এডুকেশন ট্রাস্ট, হবিবনগর, জগন্নাথপুর, সুনামগঞ্জ অথবা
Email: eurovalley@hotmail.co.uk, mchyjbbet@gmail.com নিয়ােগ সংক্রান্ত বিষয়ে কোন যােগাযােগের প্রয়ােজন হলে প্রকল্প। সেক্রেটারী, বৃটিশ বাংলা এডুকেশন ট্রাস্ট, হবিবনগর, জগন্নাথপুর, সুনামগঞ্জ যােগাযােগ করতে পারবেন। ফোন নং-০১৬১৩-১০৪৮৮০।
বিস্তারিত জানতে বিজ্ঞপ্তি দেখুন
সূত্র: দৈনিক সিলেটের ডাক ০৯ মার্চ ২০২২ইং
আপনার ওয়েবসাইটের ভিজিটর মনিটরিং করার জন্য এটা ব্যবহার করতে পারেন, এটি গুগল এনালাইটিক এর মত কাজ করে।