বিমান বাহিনীতে অফিসার ক্যাডেট পদে চাকরির সুযোগ
অন্যান্য যােগ্যতা ও প্রশিক্ষণকালীন অফিসার ক্যাডেটদের বেতনঃ ১০০০০/-টাকা। নাগরিকত্বঃ বাংলাদেশী পুরুষ/মহিলা নাগরিক। বৈবাহিক অবস্থাঃ অবিবাহিত/বিবাহিত। বয়স ২০ থেকে ৩০ বছর (১ জুলাই ২০২২ তারিখে), বিয়সের ক্ষেত্রে হলফনামা গ্রহণযােগ্য নয়। পুরুষ প্রার্থীদের জন্যঃ উচ্চতা: ন্যূনতম (৬৪ ইঞ্চি), বুকের মাপ ঃ কমপক্ষে (৩২ ইঞ্চি)। প্রসারণ: ২ ইঞ্চি। মহিলা প্রার্থীদের ক্ষেত্রেঃ উচ্চতা: কমপক্ষে ৬২ ইঞ্চি। বুকের মাপ :- কিমপক্ষে ২৮ ইঞ্চি। প্রসারণ: ২ ইঞ্চি। ওজন ঃ বয়স ও উচ্চতা অনুযায়ী। চোখ ৪ জিডি(পি) শাখার প্রার্থীদের জন্য দুচোখের দৃষ্টিশক্তি ৬/৬ অথবা বিধি অনুসারে। প্রার্থীর জন্য অযােগ্যতাঃ ১.সেনা/নৌ/বিমান বাহিনী অথবা অন্য কোন সরকারি চাকরি হতে বরখাস্ত/অপসারিত/স্বেচ্ছায় অবসর গ্রহণ। (২) বিগত ৫ বিছরের মধ্যে আইএসএসবি পরীক্ষায় দুবার স্ক্রীন্ড আউট অথবা দুবার প্রত্যাখ্যাত (একবার স্ক্রীন্ড আউট এবং একবার প্রত্যাখ্যাত প্রার্থীরা আবেদন করতে পারবে)। (৩) যে কোনাে ফৌজাদারী অপরাধের জন্য আদালত কর্তৃক দন্ডপ্রাপ্ত।
(৪) সিএমবি অথবা আপীল মেডিক্যাল বাের্ড কর্তৃক প্রত্যাখ্যাত। প্রশিক্ষণকিমিশনঃ বাংলাদেশ বিমান বাহিনী একাডেমীতে ৬ মাস মেয়াদি প্রশিক্ষণ শেষে সরাসরি ফ্লাইং অফিসার পদে নিয়মিত কমিশন প্রদান করা হবে। নির্বাচন পদ্ধতিঃ (১)প্রাথমিক লিখিত পরীক্ষা: ইঞ্জিনিয়ারিং/ লজিস্টিক/ এটিসি/ এডিডব্লিউসি শাখার জন্য আইকিউ, ইংরেজি, গণিত ও পদার্থ ফিন্যান্স শাখার জন্য আইকিউ, ইংরেজি ও বিজনেস স্টাডিজ; লিগ্যাল শাখার জন্য আইকিউ, ইংরেজি ও সাধারণ জ্ঞান (২) প্রাথমিক ডাক্তারী পরীক্ষা (৩) প্রাথমিক মৌখিক পরীক্ষা (😎 আইএসএসবি/এসএসবি কর্তৃক নির্বাচনী পরীক্ষা; (৫) কেন্দ্রীয় চিকিৎসা পর্ষদ (সিএমবি) কর্তৃক চুড়ান্ত স্বাস্থ্য পরীক্ষা (৬) ক্যাডেট চুড়ান্ত নির্বাচন পর্ষদ (সিএফএসবি)। বিদ্র: পরীক্ষাকেন্দ্রে সকল প্রকার ইস্ট্রেনিক ডিভাইস (মােবাইল, ক্যালকুলেটর, ঘড়ি ইত্যাদি) এবং ব্যাগ বহন করা সম্পূর্ণ নিষিদ্ধ অনলাইনে আবেদনের নিয়মাবলিঃ সরাসরি www.joinbang ladeshairforce.mil.bd ওয়েবসাইটে Apply Now এ ক্লিক করে পরবর্তী নির্দেশনা অনুযায়ী রেজিস্ট্রেশন করে ফি বাবদ ১,০০০/- টাকা পরিশােধ করা হলে রেজিস্ট্রিকৃত মােবাইল নম্বরে ইউজার আইডি এবং পাসওয়ার্ড প্রেরণ করা হবে। প্রাপ্ত ইউজার আইডি এবং পাসওয়ার্ড এর মাধ্যমে Login করে অনলাইনে আবেদনপত্র পূরণ ও প্রিন্ট করতে হবে। উক্ত আবেদনপত্র প্রাথমিক লিখিত পরীক্ষার নির্ধারিত তারিখে সম্প্রতি তােলা পাসপাের্ট আকারের ১২ কপি সত্যায়িত ছবি (অবশ্যই ল্যাব প্রিন্ট ও পুরুষ প্রার্থীদের ক্ষেত্রে কলারসহ শার্ট পরিহিত ছবি হতে হবে), শিক্ষাগত যােগ্যতার সনদ ও অন্যান্য সনদের সত্যায়িত ফটোকপিসহ বিমান বাহিনী তথ্য ও নির্বাচনী কেন্দ্রে জমা দিতে হবে। আবেদনপত্র জমাদানের নিয়মাবলী: প্রার্থীকে আবেদনপত্র সঠিকভাবে পূরণ করত ও পরীক্ষার সময় নিম্নবর্ণিত সনদসহ পরীক্ষা কেন্দ্রে উপস্থিত থাকতে হবে ৪ (১) সকল শিক্ষাগত যােগ্যতার সাময়িক সনদ, প্রশংসাপত্র এবং নম্বরপত্রের সত্যায়িত ফটোকপি।
(২) নাগরিকত্ব, চারিত্রিক সনদ, বৈবাহিক অবস্থা ও স্থায়ী ঠিকানার সনদ জমা দিতে হবে। উক্ত সনদ স্ব স্ব ইউনিয়ন পরিষদ/ মিউনিসিপ্যাল চেয়ারম্যান/ ওয়ার্ড কিমিশনার অথবা প্রথম শ্রেণির গেজেটেড কর্মকর্তার নিকট হতে আনতে হবে। উক্ত সনদের সাথে সনাক্তকারীর মােবাইল নম্বর সংযুক্ত করতে হবে। (৩) সম্প্রতি তােলা পাসপাের্ট আকারের ১২ কপি সত্যায়িত ছবি (ল্যাব প্রিন্ট ও পুরুষ প্রার্থীদের ক্ষেত্রে কলারসহ শার্ট পরিহিত হতে হবে)। (৪) বর্তমান অথবা সর্বশেষ শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান কর্তৃক প্রদত্ত চারিত্রিক সনদ (৫) চাকুরিরত প্রার্থীদের ক্ষেত্রে স্ব স্ব কর্মস্থল/ প্রতিষ্ঠান প্রধানের নিকট হতে প্রার্থীতার জন্য অনুমতিপত্র।(৬) জন্ম নিবন্ধন/জাতীয় পরিচয়পত্রের সত্যায়িত ফটোকপি। ও পরীক্ষার তারিখ পরীক্ষা কেন্দ্র ১৫ মার্চ ২০২২ বাংলাদেশ বিমান বাহিনী তথ্য ও নির্বাচনী ৩, ৫, ১০, ১২, ১৯, ২৪,কেন্দ্র, পুরাতন বিমানবন্দর, তেজগাঁও, ঢাকা২৬ এপ্রিল ২০২২ ১২১৫। অনলাইনে আবেদনের পর প্রার্থী উল্লেখিত পরীক্ষার তারিখ গুলাের যে কোন দিন বাংলাদেশ বিমান বাহিনী তথ্য ও নির্বাচনী কেন্দ্রে উপস্থিত হয়ে পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে। অনলাইনে আবেদনের সময়সীমাঃ ১০ মার্চ ২০২২ থেকে ২৫ এপ্রিল ২০১২। পরীক্ষা গ্রহণের দিন সকাল ০৮০০ ঘটিকার মধ্যে প্রার্থীকে অবশ্যই উপস্থিত থাকতে হবে।
যােগদানের সম্ভাব্য তারিখঃ ১৬ জুলাই ২০১২।
রিক্রটমেন্ট পরিদপ্তর, বাংলাদেশ বিমান বাহিনী সদর দপ্তর, ঢাকা৷ ক্যান্টনমেন্ট।
বিস্তারিত তথ্য ও যােগাযােগের জন্য বাংলাদেশ বিমান বাহিনী তথ্য ও নির্বাচনী কেন্দ্র, পুরাতন বিমান বন্দর, তেজগাঁও, ঢাকা-১২১৫।
ফোনঃ ১৬১২৫ অথবা ০১৭৬৯৯৯০৮৮০।
বিস্তারিত তথ্য ও অনলাইনে আবেদন করতে লগ ইন করুন
www.joinbangladesh airforce.mil.bd
বিস্তারিত জানতে বিজ্ঞপ্তি দেখুন
সূত্র: বাংলা: প্রতিদিন: ১১/০৩/২২ইং (পৃঃ ৬)
আপনার ওয়েবসাইটের ভিজিটর মনিটরিং করার জন্য এটা ব্যবহার করতে পারেন, এটি গুগল এনালাইটিক এর মত কাজ করে।