সোমবার, ০৯ ডিসেম্বর ২০২৪, ০৬:৫৭ অপরাহ্ন

চাকরি দিচ্ছে এসিআই সীডএ

ডেস্ক রিপোর্ট / ১১৯ মোট শেয়ার
হালনাগাদ : মঙ্গলবার, ২২ মার্চ, ২০২২

চাকরি দিচ্ছে এসিআই সীডএ

এসিআই সীড, বাংলাদেশের বেসরকারী বীজখাতে একটি বৃহৎ কৃষি প্রতিষ্ঠান যা সবজি, ধান, ভুট্টা ও আলুসহ বিভিন্ন ফসলের হাইব্রিড এবং মুক্ত পরাগায়িত ফসলের আধুনিক উচ্চ ফলনশীল জাত নিয়ে গবেষণা ও উন্নয়ন, বীজ উৎপাদন, বীজ প্রক্রিয়াজাতকরণ ও সংরক্ষণ এবং সারাদেশে বীজ বাজারজাতকরণ ও সম্প্রসারণ কার্যক্রম পরিচালনা করে আসছে। এসিআই কর্তৃক বাজারজাতকৃত বিভিন্ন ফসলের বীজ ইতিমধ্যে এর উৎপাদনশীলতা, রােগ প্রতিরােধ ক্ষমতা এবং বিশ্বমানের মানসম্পন্ন বীজের জন্য সারাদেশে কৃষকের আস্থা অর্জন এবং বিশ্বাস স্থাপন করতে সক্ষম হয়েছে।

সেলস্ অফিসার
প্রধান দায়িত্বসমূহ। • টেরিটরি ভিত্তিক বিক্রয় লক্ষ্যমাত্রা অর্জন। • বিক্রয় বৃদ্ধি ও সেবাদানের লক্ষ্যে রুটিন ভিত্তিক কাস্টমার পরিদর্শন।

যােগ্যতা
এগ্রিকালচার অথবা উদ্ভিদ বিদ্যায় ন্যূনতম স্নাতক, অন্যথায় এগ্রিকালচার সম্পর্কিত ইন্ডাস্ট্রিতে কমপক্ষে তিন বছরের অভিজ্ঞতাসহ ডিপ্লোমা ইন এগ্রিকালচার (ন্যূনতম সিজিপিএ ৩.০০)। বয়সসীমা ২২ থেকে ৩২ বছর। • বাংলাদেশের যেকোনাে জায়গায় কাজ করার মানসিকতা থাকতে হবে।
মােটরসাইকেল চালনায় পারদর্শী হতে হবে। আগ্রহী এবং যােগ্য প্রার্থীদের সদ্য তােলা পাসপাের্ট সাইজ ছবি, জাতীয় পরিচয়পত্র এবং জীবন বৃত্তান্ত | সহ নিম্নেবর্ণিত স্থানে এবং সময়ে উপস্থিত থাকার জন্য আহবান জানানাে হচ্ছে।

উপস্থিতির সময়: শুক্রবার, ২৫ মার্চ ২০২২, সকাল ৯:৩০টা উপস্থিতির ঠিকানা ও এসিআই সেন্টার, ২৪৫ তেজগাঁও ইন্ডাস্ট্রিয়াল এরিয়া, ঢাকা-১২০৮

বিস্তারিত জানতে বিজ্ঞপ্তি দেখুন

সূত্র; বাংলাদেশ প্রতিদিন ২২ মার্চ ২০২২ইং

চাকরি দিচ্ছে এসিআই সীডএ

 


এই বিভাগের আরো খবর

আপনার ওয়েবসাইটের ভিজিটর মনিটরিং করার জন্য এটা ব্যবহার করতে পারেন, এটি গুগল এনালাইটিক এর মত কাজ করে।