জেলা প্রশাসকের কার্যালয়, টাঙ্গাইলে চাকরির সুযোগ
১। টাঙ্গাইল জেলার স্থায়ী বাসিন্দাদের নিকট হতে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে।
(২) আবেদনকারীর বয়স ২৭/০৩/২০২২খ্রিঃ তারিখে ১৮-৩০ বছর। শুধু মুক্তিযােদ্ধা/শহীদ মুক্তিযােদ্ধার পুত্র-কন্যা এবং শারীরিক প্রতিবন্ধী প্রার্থীদের ক্ষেত্রে বয়সসীমা ১৮-৩২ বছর। শিক্ষাগত যােগ্যতার সনদ ও জাতীয় পরিচয়পত্রের ভিত্তিতে বয়স নির্ধারণ করা হবে। বয়সের ক্ষেত্রে কোন এফিডেভিট গ্রহণযােগ্য নয়।
(৩) নিয়ােগের ক্ষেত্রে কোটা সংক্রান্ত সরকারের সর্বশেষ নীতিমালা অনুসরণ করা হবে।
(৪) চাকুরিরত প্রার্থীদেরকে যথাযথ কর্তৃপক্ষের অনুমতিক্রমে আবেদন করতে হবে।
(৫) মৌখিক পরীক্ষার সময় সকল সনদপত্র ও জাতীয় পরিচয়পত্রের মূলকপি প্রদর্শন করতে হবে এবং সকল সনদপত্রের ছায়ালিপি দাখিল করতে হবে। এছাড়া নিজ জেলার স্থায়ী বাসিন্দার প্রমাণক সনদ এবং মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় কর্তৃক নির্ধারিত পদ্ধতি অনুযায়ী মুক্তিযােদ্ধা সনদের সঠিকতা যাচাই করা হবে। বীর মুক্তিযােদ্ধার সন্তান হিসেবে আবেদনকারীকে পিতা/মাতার মুক্তিযােদ্ধার প্রমাণপত্র এবং প্রতিবন্ধী হিসেবে আবেদনকারীকে সমাজকল্যাণ অধিদপ্তরের অধীন সংশ্লিষ্ট দপ্তর কর্তৃক প্রদত্ত মূল সনদ উপস্থাপন এবং সত্যায়িত ফটোকপি মৌখিক পরীক্ষার সময় দাখিল করতে হবে।
(৬) বিবাহিত মহিলা প্রার্থীদের ক্ষেত্রে নাগরিকত্ব সনদে স্বামীর স্থায়ী ঠিকানা উল্লেখ করতে হবে।
(৭) আবেদনকারীর পিতার নাম, মাতার নাম, জন্মতারিখ ও নিজ জেলাসহ অন্যান্য সকল তথ্য সংশ্লিষ্ট সনদে যেভাবে লেখা রয়েছে। অনলাইন আবেদন ফরমে এবং পরবর্তীতে সেভাবে লিখতে হবে।
(৮) কোনাে ধরনের তদবির| কিংবা সুপারিশ প্রার্থীর অযােগ্যতা হিসেবে বিবেচিত হবে।
(৯) কর্মরত প্রার্থীকে অবশ্যই যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে আবেদন করতে হবে ।
(১০) ১৯ ক্রমিকে উল্লিখিত পদে আবেদনে ইচ্ছুক প্রার্থীগণকে http://dctangail.teletalk.com.bd এই ওয়েবসাইটে প্রবেশ করে আবেদনপত্র পূরণ করতে হবে। (i) Online এ আবেদনপত্র পূরণ ও পরীক্ষার ফি জমাদান শুরুর তারিখ ও সময়ঃ ২৭/০৩/২০২২ খ্রি. সকাল ১০:০০ টা (ii) Online এ আবেদনপত্র জমাদানের শেষ তারিখ ও সময়ঃ ১৭/০৪/২০২২খ্রি. বিকাল ৫:০০টা।
জেলা প্রশাসক, টাঙ্গাইল।
ফোন: ০৯২১-৬২৩৯০
e-mail: dctangail@mopa.gov.bd
বিস্তারিত জানতে বিজ্ঞপ্তি দেখুন
সূত্রঃ যুগান্তর ২৫/০৩/২০২২ইং (পৃঃ ১৩)।