চাকরি দিচ্ছে চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেটের কার্যালয়
ফরমটি http://netrakona.judiciary.org.bd হতেও ডাউনলােড করা যাবে। (৩) প্রার্থীর বয়স ২৫/০৩/২০২২খ্রিষ্টাব্দ তারিখে ১৮-৩০ বছর। তবে মুক্তিযােদ্ধা/শহীদ মুক্তিযােদ্ধার পুত্র/কন্যা এবং পুত্র/কন্যার পুত্র/কন্যার ক্ষেত্রে সরকারি বিধি মােতাবেক সর্বোচ্চ বয়সসীমা ৩২ বছর পর্যন্ত শিথিলযােগ্য। বয়সের ক্ষেত্রে এফিডেভিট গ্রহণযােগ্য নয়। (৪) দরখাস্তের সাথে নিম্নবর্ণিত কাগজপত্রাদি সংযুক্ত করতে হবে: (সত্যায়নের ক্ষেত্রে সত্যায়নকারী কর্মকর্তার সুস্পষ্ট নাম, পদিব ও সিলমােহর থাকতে হবে) (ক) সত্যায়িত সম্প্রতি ভােলা পাসপাের্ট সাইজের ৩ কপি রঙ্গীন ছবি (খ) সকল শিক্ষাগত যােগ্যতা, কোটা ও অভিজ্ঞতার প্রমাণ স্বরূপ সনদপত্রসমূহের সত্যায়িত ফটোকপি (গ)। গেজেটেড কর্মকর্তা কর্তৃক প্রদত্ত চারিত্রিক সনদপত্রের মূলকপি (ঘ) নাগরিকত্ব সনদপত্রের সত্যায়িত ফটোকপি (ঙ) জন্ম নিবন্ধন সনদ/জাতীয় পরিচয়পত্রের সত্যায়িত ফটোকপি,(৫) সরকার কর্তৃক জারীকৃত বিধি বিধান অনুযায়ী সকল প্রকার কোটা সংরক্ষণ করা হবে।
(৬) প্রত্যেক দরখাস্তের সহিত ৯.৫x৪.৫ আকৃতির ১৫/- টাকার ডাকটিকেট সম্বলিত প্রার্থীর বর্তমান ঠিকানাযুক্ত ফেরত খাম সংযুক্ত করতে হবে। (৭) মৌখিক পরীক্ষার সময় প্রার্থী/প্রার্থীনীদের। সকল শিক্ষাগত যােগ্যতার ও অন্যান্য সনদের মূলকপি অবশ্যই প্রদর্শন করতে হবে। (৮) খামের উপরে স্পষ্ট অক্ষরে আবেদনকারীর নাম, ঠিকানা, পদের নাম, কোটার নাম (কোটা যদি থাকে) অবশ্যই লিখতে হবে। (৯) সকল পদসমূহ অস্থায়ী ভিত্তিতে পূরণ করা হবে। সভাপতি, বাছাই কমিটি ও চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট, নেত্রকোণা।
বিস্তারিত জানতে বিজ্ঞপ্তি দেখুন
সূত্রঃ আমাদের সময় ২৫/০৩/২২ইং (পৃঃ ১০)
আপনার ওয়েবসাইটের ভিজিটর মনিটরিং করার জন্য এটা ব্যবহার করতে পারেন, এটি গুগল এনালাইটিক এর মত কাজ করে।