সেলস্ অফিসার পদে চাকরি দিচ্ছে এসিআই প্রিমিও প্লাস্টিকস
এসিআই প্রিমিও প্লাস্টিকস এর সেলস্ বিভাগে আপনার ভবিষ্যৎ বিকশিত ও সাফল্যমন্ডিত করার সুবর্ণ সুযােগ রয়েছে। ক্রমবর্ধমান বাজার চাহিদা পূরণে সারাদেশে সুষ্ঠুভাবে
এসিআই প্রিমিও প্লস্টিকস এর পণ্য বিক্রয় ও বাজারজাত করণের জন্য আকর্ষণীয় বেতন কাঠামােয় কিছু সংখ্যক উদ্যমী ও পরিশ্রমী সেলস্ অফিসার নিয়ােগ দেয়া হবে। শিক্ষাগত
যােগ্যতাঃ । ৩ ন্যূনতম এইচ এস সি পাস। অন্যান্য যােগ্যতাঃ বয়স ১৮ থেকে ৩২ বছর।
সেলস্-এ কমপক্ষে ৬ মাসের অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেয়া হবে। • উচ্চতা ও শারীরিক গঠন ন্যূনতম ৫ ফুট ২ ইঞ্চি, সুঠাম দেহ ও সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে।
বেতন-ভাতা ও অন্যান্য সুযােগ-সুবিধাঃ মাসিক বেতন, যাতায়াত ভাতা, বিক্রয়ের উপর ইনসেন্টিভ, কর্মদক্ষতার ভিত্তিতে পদোন্নতি, বছরান্তে বেতন বৃদ্ধিসহ আরাে অন্যান্য
সুবিধা রয়েছে। বাংলাদেশের যে কোন জেলায় কাজ করার মানসিকতাসম্পন্ন আগ্রহী ও যােগ্য প্রার্থীদের নির্ধারিত দিনে উপস্থিত থাকার জন্যে অনুরােধ করা হচ্ছে। আগ্রহী
প্রার্থীগণকে সদ্য তােলা পাসপাের্ট সাইজ ছবি, জাতীয় পরিচয়পত্র এবং জীবন বৃত্তান্তসহ নিম্ন বর্ণিত সময়ের মধ্যে উপস্থিত থাকার জন্যে আহ্বান জানানাে যাচ্ছে।
উপস্থিতির সময:- ১০টা -১২টা (শুক্রবার, ৮ এপ্রিল ২০২২)।
উপস্থিতির ঠিকানা ও এসিআই সেন্টার, ২৪৫ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮
এসিআই প্রিমিও প্লাস্টিকস সম্পর্কিত আরও তথ্যের জন্য লগ ইন করুন: http://www.acipremioplastics.com/ ACI
বিস্তারিত জানতে বিজ্ঞপ্তি দেখুন
সূত্র: বাংলাদেশ প্রতিদিন ০৫ এপ্রিল ২০২২ইং
আপনার ওয়েবসাইটের ভিজিটর মনিটরিং করার জন্য এটা ব্যবহার করতে পারেন, এটি গুগল এনালাইটিক এর মত কাজ করে।