চানপুর উচ্চ বিদ্যালয়ে চাকরি
সরকারী বিধি মােতাবেক (সর্বশেষ) চানপুর উচ্চ বিদ্যালয়, পাে: ট্যাকেরঘাট, উপজেলা:তাহিরপুর, জেলা: সুনামগঞ্জ এর শূন্যপদে
সহকারী প্রধান শিক্ষক ০১ (এক) জন,
নিরাপত্তা কর্মী ০১ (এক) জন,
অফিস সহায়ক ০১ (এক) জন এবং আয়া ০১ (এক) জন করে নিয়ােগ করা হবে।
আগ্রহী প্রার্থীদেরকে বিজ্ঞপ্তি প্রকাশের ২০ (বিশ) দিনের মধ্যে প্রয়ােজনীয় কাগজপত্রসহ প্রধান শিক্ষক বরাবর আবেদন করার জন্য অনুরােধ করা হলাে।
প্রধান শিক্ষক
বিস্তারিত জানতে বিজ্ঞপ্তি দেখুন
সূত্র: দৈনিক শ্যামল সিলেট ০৮ মে ২০২২ ইং
সতর্কীকরণ নােটিশ
সিলেটের চাকরির খবর প্রকাশিত চাকরির বিজ্ঞাপনগুলাে অত্যন্ত সতর্কতার সহিত ভাল করে খোঁজ খবর নিয়ে নিজ দায়িত্বে চাকরির জন্য যােগাযােগ করুন কোন প্রকার টাকা পয়সা লেনদেন না করার জন্য পরামর্শ দেওয়া হলাে এক্ষেত্রে কেউ আর্থিক ক্ষতিগ্রস্থ হলে সিলেটের চাকরির খবর দায়ী থাকিবে না।
সর্বশেষ চাকরির খবর