চাকরি দিচ্ছে দি ইবনে সিনা ট্রাস্ট
শর্তাবলী ও আবেদন প্রক্রিয়া
১। কেবলমাত্র বাছাইকৃত প্রার্থীদেরকে লিখিত পরীক্ষা অথবা সাক্ষাৎকারের জন্য ডাকা হবে।
২। আবেদনপত্র জমা দেয়ার শেষ তারিখে দুই নং পদের বয়স সর্বোচ্চ ৩০ (ত্রিশ) বছর হতে হবে।
৩। আগ্রহী প্রার্থীদের পূর্ণাঙ্গ জীবন বৃত্তান্ত ক। নাম, খ। পিতা ও মাতার নাম, গ। বর্তমান ঠিকানা, ঘ। স্থায়ী ঠিকানা (ক-ঘ পর্যন্ত বাংলা ও ইংরেজীতে) ঙ। জন্ম তারিখ ও জমা দেয়ার শেষ তারিখে বয়স, চ। মােবাইল নাম্বার,ছ। শিক্ষাগত যােগ্যতা, জ। বর্তমান থেকে ক্রমানুসারে অভিজ্ঞতা, সকল প্রকার শিক্ষাগত যােগ্যতা ও অভিজ্ঞতার সনদপত্র, জাতীয় পরিচয়পত্রের ফটোকপি এবং সদ্যতােলা পাসপাের্ট সাইজের ২ কপি রঙিন ছবিসহ খামের উপর পদের নাম উল্লেখপূর্বক, “সেক্রেটারি, দি ইবনে সিনা ট্রাস্ট” বরাবর আবেদনপত্র আগামী ৩১.০৭.২০২২ইং তারিখের মধ্যে নিম্ন ঠিকানায় ডাকযােগে/সরাসরি জমা দিতে হবে।
৪। কর্তৃপক্ষ বিজ্ঞপ্তিটির আংশিক বা সম্পূর্ণ বাতিল করার অথবা যে কোনাে শর্ত শিথীল বা সংযােজন করার ক্ষমতা সংরক্ষণ করে। ৫। অসম্পূর্ণ ও ত্রুটিপূর্ণ আবেদন বাতিল বলে গণ্য করা হবে।
সেক্রেটারী দি ইবনে সিনা ট্রাস্ট বাড়ী-৪৮, রােড- ৯/এ, ধানমন্ডি, ঢাকা-১২০৯।
বিস্তারিত জানতে বিজ্ঞপ্তি দেখুন
সূত্র: বাংলাদেশ প্রতিদিন ১৯ জুলাই ২০২২ইং
সিলেটের চাকরির খবর/ রুজি আক্তার
সতর্কীকরণ নােটিশ
সিলেটের চাকরির খবর প্রকাশিত চাকরির বিজ্ঞাপনগুলাে অত্যন্ত সতর্কতার সহিত ভাল করে খোঁজ খবর নিয়ে নিজ দায়িত্বে চাকরির জন্য যােগাযােগ করুন কোন প্রকার টাকা পয়সা লেনদেন না করার জন্য পরামর্শ দেওয়া হলাে এক্ষেত্রে কেউ আর্থিক ক্ষতিগ্রস্থ হলে সিলেটের চাকরির খবর দায়ী থাকিবে না।
সর্বশেষ চাকরির খবর