সেলস্ অফিসার (এস ও) পদে চাকরি দিচ্ছে আকিজ ফুড অ্যান্ড বেভারেজ লিঃ
আকিজ ফুড অ্যান্ড বেভারেজ লিঃ এর বিক্রয় বিভাগে নিম্নলিখিত শর্তাবলী পূরণ সাপেক্ষে কিছু সংখ্যক দক্ষ ও পরিশ্রমী সেলস্ অফিসার (এস ও), নিয়ােগ করা হবে।
আগ্রহী প্রার্থীদের বাংলায় বায়ােডাটা, দুই কপি রঙ্গিন পাসপাের্ট সাইজের ছবি, শিক্ষাগতযােগ্যতার মূল সনদপত্র ও ভােটার আইডি কার্ড এর
ফটোকপিসহ পদবী অনুসারে ইন্টারভিউ-এর জন্য উল্লেখিত নির্দিষ্ট তারিখে নির্দিষ্ট স্থানে উপস্থিত হওয়ার জন্য অনুরােধ করা যাচ্ছে। সতর্কীকরণ:
নিয়ােগ প্রক্রিয়ায় কোন প্রকার সুপারিশ ও আর্থিক লেনদেনের জন্য কর্তৃপক্ষ দায়-দায়িত্ব বহন করবে না।
বিস্তারিত জানতে বিজ্ঞপ্তি দেখুন
সূত্র: বাংলাদেশ প্রতিদিন ২০ জুলাই ২০২২ইং
সিলেটের চাকরির খবর/ তানজিনা আক্তার
সতর্কীকরণ নােটিশ
সিলেটের চাকরির খবর প্রকাশিত চাকরির বিজ্ঞাপনগুলাে অত্যন্ত সতর্কতার সহিত ভাল করে খোঁজ খবর নিয়ে নিজ দায়িত্বে চাকরির জন্য যােগাযােগ করুন কোন প্রকার টাকা পয়সা লেনদেন না করার জন্য পরামর্শ দেওয়া হলাে এক্ষেত্রে কেউ আর্থিক ক্ষতিগ্রস্থ হলে সিলেটের চাকরির খবর দায়ী থাকিবে না।
সর্বশেষ চাকরির খবর