জাতীয় মানবাধিকার কমিশনে চাকরির সুযোগ
জাতীয় মানবাধিকার কমিশনের রাজস্ব খাতভুক্ত নিম্নবর্ণিত ০৩ (তিন)টি ক্যাটাগরির মােট ০৭ (সাত)টি শূন্য পদে। জনবল নিয়ােগের নিমিত্ত বিজ্ঞপ্তিতে বর্ণিত নিয়মাবলী ও শর্ত সাপেক্ষে বাংলাদেশের প্রকৃত স্থায়ী নাগরিকদের নিকট হতে অনলাইনে (http://nhrc.teletalk.com.bd ওয়েবসাইটে) আবেদনপত্র আহবান করা যাচ্ছে। অনলাইন ব্যতীত কোন আবেদন গ্রহণ করা হবে না।
অনলাইনে আবেদনপত্র পূরণ ও পরীক্ষা ফি জমাদান শুরুর তারিখ ও সময় ১৯/০৭/২০২২ খ্রি: সকাল ১০:০০ ঘটিকা। আবেদন করার শেষ তারিখ ও সময় ১০/০৮/২০২২ খ্রি: বিকাল ০৫:০০ ঘটিকা। ০৩। পত্রিকা ছাড়াও জাতীয় মানবাধিকার কমিশনের ওয়েবসাইট (www.nhrc.org.bd) নােটিশবাের্ডে বিজ্ঞপ্তিসহ এতদসংক্রান্ত বিস্তারিত সকল তথ্য দেখা যাবে।
অথবা QR Code স্ক্যান এর মাধ্যমে বাংলাদেশের একমাত্র রাষ্ট্রীয় মােবাইল অপারেটর টেলিটকের জবপাের্টাল https://alljobs.teletalk.com.bd ওয়েবসাইটে সরাসরি প্রবেশ করেও বিজ্ঞপ্তি পাওয়া যাবে। নিয়ােগ পরীক্ষার তারিখ, সময় ও অন্যান্য তথ্য www.nhrc.org.bd ওয়েবসাইট এবং নােটিশবাের্ডে হতে জানা যাবে।
বিস্তারিত জানতে বিজ্ঞপ্তি দেখুন
সূত্র: বাংলাদেশ প্রতিদিন ১৯ জুলাই ২০২২ইং
সতর্কীকরণ নােটিশ
সিলেটের চাকরির খবর প্রকাশিত চাকরির বিজ্ঞাপনগুলাে অত্যন্ত সতর্কতার সহিত ভাল করে খোঁজ খবর নিয়ে নিজ দায়িত্বে চাকরির জন্য যােগাযােগ করুন কোন প্রকার টাকা পয়সা লেনদেন না করার জন্য পরামর্শ দেওয়া হলাে এক্ষেত্রে কেউ আর্থিক ক্ষতিগ্রস্থ হলে সিলেটের চাকরির খবর দায়ী থাকিবে না।
সর্বশেষ চাকরির খবর