শাহজালাল উপশহর একাডেমিতে চাকরির সুযোগ
শাহজালাল উপশহর একাডেমি, ব্লক-আই, শাহজালাল উপশহর, সিলেট এর জন্য ইংরেজি বিষয়ে ০২ (দুই) জন শিক্ষক আবশ্যক। আগ্রহী প্রার্থীগণ
প্রয়ােজনীয় সনদপত্রের ফটোকপি ও ০১ (এক) কপি পাসপাের্ট সাইজের ছবিসহ আগামী ২৪{০৮-২০২২ইং তারিখের মধ্যে (বিদ্যালয় চলাকালীন
সময় ০৯.০০-০১.০০টা) প্রিধান শিক্ষক বরাবরে আবেদনপত্র দাখিল করিতে হইবে।
শিক্ষাগত যােগ্যতাঃ ন্যনতম স্নাতক। বাছাইকৃত প্রার্থীদের লিখিত পরীক্ষার তারিখ যথাসময়ে জানানাে হবে।
প্রধান শিক্ষক
(ভারপ্রাপ্ত) মােবাঃ ০১৭৪৭-৯১৮৭৬৭
বিস্তারিত জানতে বিজ্ঞপ্তি দেখুন
সূত্র: দৈনিক সিলেটের ডাক ১৬ আগষ্ট ২০২২ইং