
চাকরি দিচ্ছে হযরত শাহ্জালাল (রহ.) কলেজ
বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের (স্কুল ও কলেজ) জনবল কাঠামো ও এমপিও নীতিমালা-২০২১ এবং সর্বশেষ সরকারি নিয়োগ বিধি মোতাবেক
হযরত শাহ্জালাল (রহ.) কলেজ, ডাক: চিকনাগুল-৩১৫২, উপজেলা: জৈন্তাপুর, জেলা: সিলেট এর নিম্নবর্ণিত পদে ১ জন করে লোক নিয়োগ
করা হবে: (১) অফিস সহকারী কাম হিসাব সহকারী (শূন্যপদ), এইচ.এস.সি(ব্যবসায় .শিক্ষা/সমমান), (২) অফিস সহকারী কাম কম্পিউটার
অপারেটর (সৃষ্টপদ) (এইচ.এস.সি/সমমান ও সরকার অনুমোদিত প্রতিষ্ঠান হতে ৬মাস মেয়াদী কম্পিউটার ডিপ্লোমা), (৩) ল্যাব সহকারী
(সৃষ্টপদ) (এস.এস.সি/সমমান, বিজ্ঞান, ২য় বিভাগ), (৪) নিরাপত্তা কর্মী (সৃষ্টপদ) (জে.এস.সি/সমমান)। প্রত্যেক পদে বয়স অনূর্ধ্ব ৩৫ বছর।
শিক্ষা জীবনে ১টির বেশী ৩য় বিভাগ গ্রহণযোগ্য নয়। ‘অধ্যক্ষ, হযরত শাহ্জালাল (রহ.) কলেজ’ এর অনুকূলে ১নং পদে ১০০০/=টাকা এবং
২,৩ ও ৪নং পদে ৫০০/=টাকার অফেরৎযোগ্য ব্যাংক ড্রাফট, ২কপি ছবি(পিপি) ও প্রয়োজনীয় কাগজপত্রসহ অধ্যক্ষ বরাবরে বিজ্ঞপ্তি প্রকাশের
১৫ দিনের মধ্যে আবেদন করতে হবে। নিয়োগ প্রক্রিয়া কর্তৃপক্ষ যে কোন সময় বাতিল করতে পারবেন।
অধ্যক্ষ (ভারপ্রাপ্ত)
বিস্তারিত জানতে বিজ্ঞপ্তি দেখুন
সূত্র: দৈনিক সিলেটের ডাক ২৬ জানুয়ারি ২০২৩ইং
