চাকরি দিচ্ছে হযরত শাহ্জালাল (রহ.) কলেজ

শুক্রবার, জানুয়ারি ২৭, ২০২৩
চাকরি দিচ্ছে হযরত শাহ্জালাল (রহ.) কলেজ

চাকরি দিচ্ছে হযরত শাহ্জালাল (রহ.) কলেজ

বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের (স্কুল ও কলেজ) জনবল কাঠামো ও এমপিও নীতিমালা-২০২১ এবং সর্বশেষ সরকারি নিয়োগ বিধি মোতাবেক

হযরত শাহ্জালাল (রহ.) কলেজ, ডাক: চিকনাগুল-৩১৫২, উপজেলা: জৈন্তাপুর, জেলা: সিলেট এর নিম্নবর্ণিত পদে ১ জন করে লোক নিয়োগ

করা হবে: (১) অফিস সহকারী কাম হিসাব সহকারী (শূন্যপদ), এইচ.এস.সি(ব্যবসায় .শিক্ষা/সমমান), (২) অফিস সহকারী কাম কম্পিউটার

অপারেটর (সৃষ্টপদ) (এইচ.এস.সি/সমমান ও সরকার অনুমোদিত প্রতিষ্ঠান হতে ৬মাস মেয়াদী কম্পিউটার ডিপ্লোমা), (৩) ল্যাব সহকারী

(সৃষ্টপদ) (এস.এস.সি/সমমান, বিজ্ঞান, ২য় বিভাগ), (৪) নিরাপত্তা কর্মী (সৃষ্টপদ) (জে.এস.সি/সমমান)। প্রত্যেক পদে বয়স অনূর্ধ্ব ৩৫ বছর।

শিক্ষা জীবনে ১টির বেশী ৩য় বিভাগ গ্রহণযোগ্য নয়। ‘অধ্যক্ষ, হযরত শাহ্জালাল (রহ.) কলেজ’ এর অনুকূলে ১নং পদে ১০০০/=টাকা এবং

২,৩ ও ৪নং পদে ৫০০/=টাকার অফেরৎযোগ্য ব্যাংক ড্রাফট, ২কপি ছবি(পিপি) ও প্রয়োজনীয় কাগজপত্রসহ অধ্যক্ষ বরাবরে বিজ্ঞপ্তি প্রকাশের

১৫ দিনের মধ্যে আবেদন করতে হবে। নিয়োগ প্রক্রিয়া কর্তৃপক্ষ যে কোন সময় বাতিল করতে পারবেন।

অধ্যক্ষ (ভারপ্রাপ্ত)

বিস্তারিত জানতে বিজ্ঞপ্তি দেখুন

চাকরি দিচ্ছে হযরত শাহ্জালাল (রহ.) কলেজ

সূত্র: দৈনিক সিলেটের ডাক ২৬ জানুয়ারি ২০২৩ইং