
চাকরি দিচ্ছে হযরত শাহপরাণ (রঃ) উচ্চ বিদ্যালয়
হযরত শাহপরাণ (রঃ) উচ্চ বিদ্যালয়, খাদিমনগর, সিলেট সদর, সিলেট এর জন্য জনবল কাঠামো ও এমপিও
নীতিমালা-২০২১ এর আলোকে ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা সম্পন্ন শূন্য পদে বিধিমোতাবেক ০১ (এক) জন সহকারি
প্রধান শিক্ষক ও ০১ (এক) জন নিরাপত্তা কর্মী, সৃষ্ট পদে ০১ (এক) জন আয়া ও ০১ (এক) জন নৈশ প্রহরী; সেসিপ এর
আওতায় ভোকেশনাল শাখায় দুটি ট্রেডের (Computer and Information Technology ও General
Electronics Works) জন্য ০১ জন করে মোট ০২ জন ল্যাব এ্যাসিস্ট্যান্ট/ট্রেড এ্যাসিস্ট্যান্ট; তাছাড়া সম্পূর্ণ অস্থায়ী
ভিত্তিতে বিদ্যালয়ে অফিস ব্যবস্থাপনার জন্য বাণিজ্যে স্নাতক, আইসিটিতে দক্ষ ও সনদ প্রাপ্ত ০১ (এক) জন অফিস
সহকারি কাম কম্পিউটার অপারেটর নিয়োগ করা হবে।
সকল পদে আগ্রহী প্রার্থীদের নিকট হতে আগামী ১৫ ফেব্রুয়ারি,
২০২৩ খ্রিঃ মধ্যে স্বহস্তে লিখিত দরখাস্ত আহবান করা যাচ্ছে।
বিঃ দ্রঃ ল্যাব এ্যাসিস্ট্যান্ট পদে পূর্বে যারা আবেদন করেছেন
তাদের পুনরায় আবেদন করার প্রয়োজন নাই ।
প্রধান শিক্ষক
বিস্তারিত জানতে বিজ্ঞপ্তি দেখুন
সূত্র: দৈনিক সিলেটের ডাক ০২ ফেব্রুয়ারি ২০২৩ইং
