সিটি কর্পোরেশনে চাকরির সুযোগ
পদ সংখ্যা-১০০জন
পদের নাম ১.পরিচ্ছন্নতাকর্মী (অদক্ষ শ্রমিক) (হরিজন সম্প্রদায়ভুক্ত) বেতনঃ দৈনিক ৫৭৫ ২. পরিচ্ছন্নতাকর্মী (অদক্ষ
শ্রমিক) (তেলেগু সম্প্রদায়ভুক্ত) বেতন: দৈনিক ৫৭৫/-শাদক ও জন স্বাস্থ্যের অধিকারী ৩.পরিচ্ছন্নতাকর্মী (অদক্ষ
শ্রমিক) (মাদ্রাজি ২৫ অষ্টম শ্রেণী পাস এবং সম্প্রদায়ভুক্ত) বেতনঃ দৈনিক ৫৭৫/- জন সুঠাম স্বাস্থ্যের অধিকারী
১। সম্পূর্ণ অস্থায়ী “কাজ করলে মজুরি, না করলে নাই” ভিত্তিতে হরিজন, তেলেগু ও মাদ্রাজি সম্প্রদায়ভুক্ত
পরিচ্ছন্নতাকর্মী (অদক্ষ শ্রমিক) হিসেবে কাজ করতে আগ্রহী বাংলাদেশের প্রকৃত নাগরিকদের নিকট থেকে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে।
(২) বয়স ১৮-৩০ বছর।
(৩) সচিব, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন বরাবর আবেদন করতে হবে।
(৪) আবেদনপত্রের সাথে সম্প্রতি তোলা ৩ কপি পাসপোর্ট সাইজের রঙ্গিন ছবি, জাতীয় পরিচয়পত্র/নাগরিকত্ব সনদ,
শিক্ষাগত যোগ্যতা সনদ এর সত্যায়িত ফটোকপি সংযুক্ত করতে হবে।
(৫) আগ্রহী প্রার্থীকে আগামী ১৩.০২.২০২৩ তারিখ সোমবার সকাল ১০:০০ ঘটিকার মধ্যে প্রয়োজনীয় কাগজপত্রাদিসহ
ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের নগর ভবনস্থ ব্যাংক ফ্লোর প্রাঙ্গনে প্রার্থীদের উপযুক্ততা যাচাই ও সাক্ষাৎকারের জন্য
উপস্থিত থাকতে হবে। সমূদয় কাগজপত্রের মূলকপিসহ উপস্থিত থাকতে হবে এবং উহার এক প্রস্থ ছায়ালিপি মৌখিক পরীক্ষার সময় জমা দিতে হবে।
(৬) বয়সসীমা ০১.০২.২০২৩খ্রি. তারিখে প্রার্থীর বয়সসীমা ১৮ হতে ৩০ বছর। তবে মুক্তিযোদ্ধা/শহীদ মুক্তিযোদ্ধার
পুত্র-কন্যা ও নাতি-নাতনিদের ক্ষেত্রে বয়সসীমা সর্বোচ্চ ৩২ বছর। বয়সের ক্ষেত্রে কোনোক্রমেই এফিডেভিট গ্রহণযোগ্য হবে না।
(৭) হরিজন, তেলেগু ও মাদ্রাজি সম্প্রদায়ভুক্ত কিনা তা প্রমাণের জন্য ইউনিয়ন পরিষদের ক্ষেত্রে চেয়ারম্যান, পৌরসভার
ক্ষেত্রে মেয়র এবং সিটি কর্পোরেশনের ক্ষেত্রে ওয়ার্ড কাউন্সিলর কর্তৃক প্রদত্ত সনদ এবং হরিজন/তেলেগু/মাদ্রাজি
সম্প্রদায়ের স্থানীয় সম্প্রদায় সংঘ/কমিটি প্রধানের প্রত্যয়নপত্র দাখিল করতে হবে।
সচিব, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। ফোন: ৯৫৬৩৫০৭।
বিস্তারিত জানতে ব্জ্ঞিপ্তি দেখুন
সূত্রঃ প্রথম আলো ০১/০২/২০২৩ইং
