
চাকরি দিচ্ছে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২ এর কার্যালয়, গাইবান্ধা
নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২, গাইবান্ধা’য় ‘অফিস সহায়ক’ এর ১টি শূণ্যপদ সরাসরি নিয়োগের মাধ্যমে পূরণের নিমিত্তে নিম্নলিখিত
শর্তসাপেক্ষে বাংলাদেশের প্রকৃত নাগরিকদের নিকট থেকে দরখাস্ত আহ্বান করা যাইতেছেঃ
বাছাই কমিটির সভাপতিকে সম্বোধন করিয়ে প্রার্থীকে সরকার নির্ধারিত ০১ (এক) পাতার ‘সরকারি চাকুরীর আবেদন ফরম’ www.forms.gov.bd ওয়েব সাইট থেকে ডাউনলোড করে স্বহস্তে পূরণ করে অথবা কোন কারণে ফরম ডাউনলোড করা সম্ভব না হইলে (ক) পদের নাম, (খ) বিজ্ঞপ্তি নম্বর ও তারিখ, (গ) প্রার্থীর নাম (বাংলা ও ইংরেজী উভয় ভাষায়), (ঘ) জাতীয় পরিচয়পত্র/জন্মনিবন্ধন সনদ নম্বর, (ঙ) জন্ম তারিখ, (চ) জন্মস্থান (জেলা), (ছ) বিজ্ঞপ্তিতে উল্লেখিত তারিখে বয়স, (জ) পিতার নাম, (ঝ) মাতার নাম, (ঞ) স্থায়ী ও বর্তমান ঠিকানা, (ট) যোগাযোগের ঠিকানা (মোবাইল/ টেলিফোন/ই-মেইল নম্বরসহ, যদি থাকে), (ঠ) জাতীয়তা, (ড) লিঙ্গ, (ঢ) ধর্ম, (ণ) পেশা, (ত) শিক্ষাগত যোগ্যতা, (থ) অতিরিক্ত যোগ্যতা (যদি থাকে), (দ) অভিজ্ঞতার বিবরণ (প্রযোজ্য ক্ষেত্রে), (ধ) কোটা (প্রযোজ্য ক্ষেত্রে), (ন) চালান নম্বর, তারিখ এবং ব্যাংকের নাম, (প) বিভাগীয় প্রার্থী কিনা ইত্যাদি তথ্য উল্লেখে সাদা কাগজে স্বহস্তে লিখিত দরখাস্ত আগামী ২৩-০২-২০২৩ খ্রিঃ তারিখ বিকাল ৫:০০ টার মধ্যে ‘সভাপতি, নিয়োগ সংক্রান্ত বাছাই কমিটি, নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২, গাইবান্ধা’ এই ঠিকানায় পৌঁছাতে হইবে ।
বিস্তারিত জানতে বিজ্ঞপ্তি দেখুন
সূত্র: বাংলাদেশ প্রতিদিন ০৫ ফেব্রুয়ারি ২০২৩ইং
