সেনা বাহিনীতে সৈনিক পদে চাকরির সুযোগ

শুক্রবার, মার্চ ৩, ২০২৩
বাংলাদেশ সেনাবাহিনীতে চাকরির সুযোগ

সেনা বাহিনীতে সৈনিক পদে চাকরির সুযোগ

পদ সংখ্যা-৪০৫জন

(১) আবেদনঃ একজন প্রার্থী যোগ্যতা সাপেক্ষে, জেলা কোটা অনুযায়ী ট্রেড-২ (বিশেষ পেশায়)-এ আবেদন করতে পারবেন। এছাড়া সেনা সদস্যদের সন্তান (SS) পৃথকভাবে আবেদন করতে পারবেন। সকল ক্ষেত্রে এসএমএস ও অনলাইন এর মাধ্যমে আবেদন করতে হবে।

প্রতি আবেদনের অনুকূলে ভর্তি পরীক্ষার ফি বাবদ ২০০/- টাকা কর্তন করা হবে। (২) ট্রেড-২ (বিশেষ পেশা) এর পেশা সমূহঃ কুক (মেস, কুক

(ইউনিট), কুক (হাসপাতাল), ইকুইপমেন্ট এন্ড বুট রিপেয়ারার, ব্যান্ডসম্যান, কার্পেন্টার, পেইন্টার এন্ড ডেকোরেটর, পেইন্টার এবং টেইলার

(৩) যোগ্যতাঃ (ক) বয়স: ০৩ মার্চ ২০২৪ তারিখে ১৭-২০ বছর (এফিডেভিট গ্রহণযোগ্য নয়) (খ) শিক্ষাগত যোগ্যতাঃ এসএসসি/সমমান

পরীক্ষায় কমপক্ষে জিপিএ-২.৫০ পেয়ে উত্তীর্ণ। পেইন্টার এন্ড ডেকোরেটর এবং পেইন্টার পেশার ক্ষেত্রে বিজ্ঞান বিভাগ হতে উত্তীর্ণ হতে হবে। (গ)

পেশা সংক্রান্ত যোগ্যতা সমূহ: (১) কুক পেশায় যোগদানে আগ্রহী প্রার্থীদেরকে রান্নায় পারদর্শী হতে হবে (২) ইকুইপমেন্ট এন্ড বুট রিপেয়্যার

পেশায় যোগদানে আগ্রহী প্রার্থীদেরকে বুট মেরামত/ সেলাই এ পারদর্শী হতে হবে (৩) টেইলার পেশায় যোগদানে আগ্রহী প্রার্থীদেরকে সেলাই এর

উপর ন্যূনতম ৩ মাসের প্রশিক্ষণ থাকতে হবে, বিশেষ করে শার্ট ও প্যান্ট সেলাই এ পারদর্শী হতে হবে। (৪) কার্পেন্টার পেশায় যোগদানে আগ্রহী

প্রার্থীদেরকে কাঠমিস্ত্রী কাজে পারদর্শী হতে হবে। (৫) পেইন্টার/ পেইন্টার এন্ড ডেকোরেটর পেশায় যোগদানে আগ্রহী প্রার্থীদেরকে পেইন্টিং

কাজের উপর পারদর্শী হতে হবে। (৬) ব্যান্ডসম্যান পেশার ক্ষেত্রে বিভিন্ন বাদ্যযন্ত্রে (ড্রাম, ব্রাসব্যান্ড ক্ল্যারিনেট, ব্যাগ পাইপ, ট্রামপেট ইত্যাদি) এ

পারদর্শী প্রার্থীদের অগ্রাধিকার দেয়া হবে। এসএমএস ও অনলাইন এর মাধ্যমে আবেদন শুরুর তারিখ ১লা মার্চ ২০২৩ এবং শেষ তারিখ ২০

মার্চ ২০২৩। ১। শারীরিক মানঃ পুরুষ-উচ্চতা (ন্যূনতম) ১.৬৮ মিটার (৫ ফুট ৬ইঞ্চি) বিভিন্ন ক্ষুদ্র নৃ-গোষ্ঠী ও সম্প্রদায়ের জন্য ১.৬৩ মিটার

(৫ ফুট ৪ইঞ্চি)। ওজন ন্যূনতম : ৪৯.৯০ কেজি (১১০ পাউন্ড), বুকের মাপ (ন্যূনতম) ঃ স্বাভাবিক-০.৭৬ মিটার (৩০ ইঞ্চি) স্ফীত-০.৮১

মিটার (৩২ ইঞ্চি)। মহিলাঃ উচ্চতা ন্যূনতমঃ ১.৬০ মিটার (৫ ফুট ৩ইঞ্চি)। বিভিন্ন ক্ষুদ্র নৃ-গোষ্ঠী ও সম্প্রদায়ের জন্য ১.৫৬ মিটার (৫ফুট

১ইঞ্জি), ওজন ন্যূনতম ঃ ৪৭ কেজি (১০৪ পাউন্ড), বুকের মাপ ন্যূনতমঃ স্বাভাবিক- ০.৭১ মিটার (২৮ ইঞ্চি) স্ফীত-০.৭৬ মিটার (৩০ ইঞ্চি)।

জাতীয়তাঃ বাংলাদেশী নাগরিক (পুরুষ ও মহিলা) স্বাস্থ্য পরীক্ষাঃ স্বাস্থ্য পরীক্ষায় যোগ্য। বৈবাহিক অবস্থা: অবিবাহিত (বিপত্নীক/ বিবাহ

বিচ্ছেদকারী নয়)। সাঁতারঃ সাঁতার জানা অত্যাবশ্যক (ন্যূনতম ৫০ মিটার)।

স্থায়ী স্বাস্থ্য সমস্যার জন্য একাধিকবার অযোগ্য বিবেচিত প্রার্থীগণকে আবেদন না করার জন্য অনুরোধ করা হলো। পরিচালক, পার্সোনেল

এ্যাডমিনিস্ট্রেশন পরিদপ্তর, এ্যাডজুটেন্ট জেনারেল শাখা, সেনাবাহিনী সদর দপ্তর, সেনানিবাস।

বিস্তারিত জানতে বিজ্ঞপ্তি দেখুন

 
সেনা বাহিনীতে সৈনিক পদে চাকরির সুযোগ

সূত্রঃ যুগান্তর ০১/০৩/২০২৩ইং (৩)