চাকরি দিচ্ছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়

সোমবার, মার্চ ১৩, ২০২৩
সহকারী অধ্যাপক পদে চাকরি দিচ্ছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, সিলেট

চাকরি দিচ্ছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, সিলেট-এর পরিবহন দপ্তরে আউটসোর্সিং এর মাধ্যমে ০৩ (তিন) জন ড্রাইভার ও ০৩ (তিন) জন

হেলপার নিয়োগের জন্য সরকারি ও বিশ্ববিদ্যালয়ের বিধি বিধান অনুসরণ করে সম্পূর্ণ অস্থায়ী ভিত্তিতে ০১ (এক) বছরের জন্য চুক্তিভিত্তিক

নিয়োগের দরখাস্ত আহ্বান করা যাচ্ছে।

ড্রাইভার পদের যোগ্যতা ও অভিজ্ঞতা

প্রার্থীকে ন্যূনতম ৮ম শ্রেণি পাসসহ ভারী ও হালকা গাড়ি চালাবার বৈধ লাইসেন্সধারী হতে হবে। গাড়ি মেরামত কাজে অভিজ্ঞদের অগ্রাধিকার

দেয়া হবে। বয়স: সর্বোচ্চ ৩৫ বছর

মাসিক ন্যূনতম সেবামূল্য : ১৬২৫০ /= (ষোল হাজার দুইশত পঞ্চাশ) টাকা

এছাড়া বছরে উৎসব প্রণোদনা ০২টি টাকা: ৯৭০০ী২ = ১৯৪০০ /= বাংলা নববর্ষ প্রণোদনা টাকা: ১৯৪০/= প্রদান করা হবে। তাছাড়া

অতিরিক্ত কাজের জন্য অতিরিক্ত সেবামূল্য বিধি মোতাবেক প্রাপ্য হবে।

হেলপার পদের যোগ্যতা ও অভিজ্ঞতা: । প্রার্থীকে এসএসসি/সমমান পাস অথবা ৮ম শ্রেণি পাসসহ বিশ্ববিদ্যালয়/সরকারি/আধাসরকারি

/স্বায়ত্বশাসিত প্রতিষ্ঠানে ০৫ (পাঁচ) বছরের সংশ্লিষ্ট কাজের অভিজ্ঞতা থাকতে হবে।

বয়স: সর্বোচ্চ ৩০ (ত্রিশ) বছর

মাসিক ন্যূনতম সেবামূল্য ১৪,৪৫০/= (চৌদ্দ হাজার চারশত পঞ্চাশ) টাকা

এছাড়া বছরে উৎসব প্রণোদনা ০২টি টাকা: ৮,২৫০ী২=১৬,৫০০/= বাংলা নববর্ষ প্রণোদনা টাকা: ১৬৫০/= প্রদান

করা হবে। তাছাড়া অতিরিক্ত কাজের জন্য অতিরিক্ত সেবামূল্য বিধি মোতাবেক প্রাপ্য হবে।

আবেদনপত্র জমাদান

আগ্রহী প্রার্থীদের কম্পিউটার কম্পোজ ও প্রিন্টেড দরখাস্ত এবং রেজিস্ট্রার, শাবিপ্রবি এর অনুকূলে ড্রাইভার পদে । ২০০/- (দুইশত) টাকা এবং

হেলপার পদে ১৫০/= (একশত পঞ্চাশ) টাকা মূল্যের এমআইসিআর ব্যাংক ড্রাফট/পে-অর্ডার, পাসপোর্ট সাইজের ০৪ (চার) কপি সত্যায়িত

ছবি, সকল সনদপত্র/প্রশংসাপত্রের সত্যায়িত কপি আবেদনের সাথে সংযুক্ত করতে হবে। দরখাস্ত আগামী ১৬ মার্চ, ২০২৩ তারিখের মধ্যে

রেজিস্ট্রার অফিসে পৌঁছাতে হবে।

মো. ফজলুর রহমান রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত)

সূত্র:দৈনিক উওরপূর্ব ১৩ মার্চ ২০২৩ইং