সোমবার, ২০ জানুয়ারী ২০২৫, ০৮:৩৮ পূর্বাহ্ন

যেসব অঞ্চলে বজ্রবৃষ্টি হতে পারে

ডেস্ক রিপোর্ট / ৮৪৫ মোট শেয়ার
হালনাগাদ : শনিবার, ৩০ মার্চ, ২০২৪
যেসব অঞ্চলে বজ্রবৃষ্টি হতে পারে

 

যেসব অঞ্চলে বজ্রবৃষ্টি হতে পারে

এবারের চৈত্রজুড়ে দেখা মিলেছে ঝড়বৃষ্টির। চৈত্রের প্রখরতা খুব একটা অনুভূত হয়নি। আবহাওয়া অফিসের তথ্যমতে, আগামী ৭২ ঘণ্টায়ও ঝড়বৃষ্টির পূর্বাভাস রয়েছে। তবে শুধু ঝড়বৃষ্টিই নয়, রয়েছে তাপমাত্রা বাড়ারও ঈঙ্গিত।

শুক্রবার (২৯ মার্চ) রাতে দেওয়া আবহাওয়া বার্তায় এমনটাই জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।আবহাওয়া বার্তায় বলা হয়, পশ্চিমা লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে।এ অবস্থায় শনিবার (৩০ মার্চ) সন্ধ্যা পর্যন্ত ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম, রংপুর ও সিলেট বিভাগের দুয়েক জায়গায় ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টি হতে পারে। এ ছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।
এ সময়ে সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে।

এ ছাড়া শনিবার সন্ধ্যা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় ঢাকা, রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু-এক জায়গায় ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টি হতে পারে। এ ছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।

আর সারাদেশে দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।এ ছাড়া রোববার (৩১ মার্চ) সন্ধ্যা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় ময়মনসিংহ, সিলেট ও চট্টগ্রাম বিভাগের দু-এক জায়গায় ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টি হতে পারে। এ ছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। এ সময়ে সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে।আর বর্ধিত ৫ দিনে তাপমাত্রা আরও বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর।


এই বিভাগের আরো খবর