হবিগঞ্জে পুলিশের কর্মবিরতি
হবিগঞ্জে কর্মবিরতি পালন করছেন পুলিশ সদস্যরা। বৃহস্পতিবার দুপুরে তারা কর্মবিরতি পালন শুরু করেন। বেলা ২টায় তারা ধুলিয়াখাল পুলিশ লাইনে বিক্ষোভ করেন।
এ সময় তারা দুর্নীতিপরায়ণ এবং নিজেদের স্বার্থে যারা পুলিশ বাহিনীকে ব্যবহার করেছেন, শিক্ষার্থীসহ দেশের আপামর জনসাধারণের মুখোমুখি দাঁড় করিয়েছেন, তাদের বিচার দাবি করেন। তাদের গ্রেফতার করে বিচারের মুখোমুখি দাঁড় না করালে তারা কাজে যোগ না দেওয়ার ঘোষণা দেন।
এ সময় বক্তব্য দেন- আরআই ইন্সপেক্টর আবু বকর সিদ্দিক, প্রধান সমন্বয়ক নায়েক এনামুল ইসলাম, এএসআই শাহীন, নায়েক শাহরিয়ার হোসেন, এএসআই মো. ইমরান খান, এএসআই তানভীর প্রমুখ। তারা রাজারবাগ পুলিশ লাইন থেকে ঘোষিত ১১ দফা বাস্তবায়নের দাবি জানান।
আপনার ওয়েবসাইটের ভিজিটর মনিটরিং করার জন্য এটা ব্যবহার করতে পারেন, এটি গুগল এনালাইটিক এর মত কাজ করে।