মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর ২০২৪, ০২:৫৩ অপরাহ্ন

হবিগঞ্জ জেলা পরিষদ চেয়ারম্যান আলেয়ার পদত্যাগ

ডেস্ক রিপোর্ট / ১৩৭ মোট শেয়ার
হালনাগাদ : বুধবার, ১৪ আগস্ট, ২০২৪
হবিগঞ্জ জেলা পরিষদ চেয়ারম্যান আলেয়ার পদত্যাগ

হবিগঞ্জ জেলা পরিষদ চেয়ারম্যান আলেয়ার পদত্যাগ

হবিগঞ্জ জেলা পরিষদ চেয়ারম্যান পদে উপনির্বাচনে বিজয়ী হওয়ার পাঁচ মাসের মাথায় পদত্যাগ করেছেন আলেয়া আক্তার। মঙ্গলবার (১৩ আগস্ট) স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের সচিব বরাবর তিনি পদত্যাগপত্র প্রেরণ করেন। পদত্যাগের কারণ হিসেবে তিনি শারীরিক অসুস্থতার কথা উল্লেখ করেন।

জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা নুরুল ইসলাম জানান, তিনি বিষয়টি শুনেছেন। তবে মন্ত্রণালয় থেকে কোনো কাগজ পাওয়া যায়নি।
এ ব্যাপারে আলেয়া আক্তারের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করা হলে তার ফোন বন্ধ পাওয়া যায়। তবে সামাজিক যোগাযোগ মাধ্যমে তার পদত্যাগপত্রটি ছড়িয়ে পড়েছে।আলেয়া আক্তার হবিগঞ্জ-৩ আসনের সদ্য সাবেক এমপি ও জেলা আওয়ামী লীগ সভাপতি অ্যাডভোকেট মো. আবু জাহিরের পত্নী এবং জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। গত ৩ মার্চ উপনির্বাচনে বিজয়ী হয়েছিলেন তিনি।


এই বিভাগের আরো খবর

আপনার ওয়েবসাইটের ভিজিটর মনিটরিং করার জন্য এটা ব্যবহার করতে পারেন, এটি গুগল এনালাইটিক এর মত কাজ করে।