মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর ২০২৪, ০১:৫৭ অপরাহ্ন

জৈন্তাপুরে প্রধান শিক্ষকের পদত্যাগের দাবিতে মহাসড়ক অবরোধ

ডেস্ক রিপোর্ট / ১১৭ মোট শেয়ার
হালনাগাদ : বৃহস্পতিবার, ২২ আগস্ট, ২০২৪
জৈন্তাপুরে প্রধান শিক্ষকের পদত্যাগের দাবিতে মহাসড়ক অবরোধ

জৈন্তাপুরে প্রধান শিক্ষকের পদত্যাগের দাবিতে মহাসড়ক অবরোধ

জৈন্তাপুর উপজেলার রাংপানি ক্যাপ্টেন রশির স্কুল ও কলেজের প্রধান শিক্ষক বিজন চন্দ্র বিশ্বাস ও সহকারী প্রধান শিক্ষক ক্ষিতিশ চন্দ্র সরকারের পদত্যাগের দাবিতে তিনঘন্টা ব্যাপী সিলেট তামাবিল মহাসড়কে অবস্থান নেয় প্রতিষ্ঠানের অধ্যয়নরত শিক্ষার্থী ও প্রাক্তন শিক্ষার্থীরা।

বৃহস্পতিবার (২২শে আগষ্ট) সকাল ১১ টায় এই দুই শিক্ষকের পদত্যাগের দাবীতে কলেজ মাঠ প্রাঙ্গনে জমায়েত হয় বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থীরা। পরে পদত্যাগের দাবীতে মিছিল সহকারে ৪ নং বাংলা বাজার সিলেট তামাবিল মহাসড়কে অবস্থান নেয় শিক্ষার্থীরা। এ সময় মহাসড়কের দুই পাশে তীব্র যানজটের সৃষ্টি হয়। তারা মহাসড়কে অবস্থান নিয়ে অধ্যক্ষ ও সহকারী প্রধান শিক্ষকের পদত্যাগের দাবীতে শ্লোগান দিতে থাকে। এ সময় রাংপানি ক্যাপ্টেন রশিদ স্কুল ও কলেজের প্রাক্তন শিক্ষার্থীরাও মহাসড়কে তাদের নিরাপত্তা নিশ্চিত ও কর্মসূচিতে অংশ নেয়।

শিক্ষার্থীদের নানাবিধ সমস্যা নিয়ে অধ্যক্ষ বিজন চন্দ্র বিশ্বাসের উপর ক্ষিপ্ত ছিলো স্কুল ও কলেজের বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থীরা। তাছাড়া প্রতিষ্ঠানের সহকারী প্রধান শিক্ষক ক্ষিতিশ চন্দ্র সরকারের নিয়োগ নিয়ে প্রতিষ্ঠান প্রধান নিয়োগ বানিজ্য করেছেন এই রকম একটি অভিযোগ ছিলো সকলের মধ্যে। পাশাপাশি ছাত্র আন্দোলনের সময় সামাজিক যোগাযোগ মাধ্যমে সহকারী প্রধান শিক্ষকের একটি স্ট্যটাসকে ঘিরে তীব্র সমালোচনা শুরু হয় বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থীদের মধ্যে।

তিনঘন্টাব্যাপী মহাসড়কে শান্তিপূর্ণ কর্মসূচি পালনকালে রাস্তার দুই পাশে দেখা দেয় তীব্র যানযট। এ সময় জাফলং ও সিলেটগামী মানুষদের পড়তে হয় ভোগান্তিতে। পরে দুপুর দেড় টায় জৈন্তাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও রাংপানি কলেজের সভাপতি উম্মে সালিক রুমাইয়ার নিকট পদত্যাগপত্র জমা দেন অধ্যক্ষ বিজন চন্দ্র বিশ্বাস ও সহকারী প্রধান শিক্ষক ক্ষিতিশ চন্দ্র সরকার।

দুপুর ২টায় নির্বাহী কর্মকর্তার প্রতিনিধি হিসেবে আন্দোলনস্হলে পদত্যাগ পত্র নিয়ে আসেন জৈন্তাপুর বিয়াম ডাঃ কুদরত উল্লাহ স্কুল ও কলেজের প্রধান শিক্ষক আবু সুফিয়ান বিলাল। এ সময় দুই শিক্ষকের পদত্যাগের খবরে সকল শিক্ষার্থীরা আনন্দ উল্লাস প্রকাশ করে এবং রাস্তা থেকে অবরোধ প্রত্যাহার করে।

পরে দুপুর ২:১৫ মিনিটে রাংপানি ক্যাপ্টেন রশিদ স্কুল ও কলেজে ছাত্রছাত্রীদের সাথে মতবিনিময় করতে কলেজে আসেন জৈন্তাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে সালিক রুমাইয়া। এ সময় শিক্ষার্থীরা সভাপতির নিকট সাতদফা দাবী সহ বিভিন্ন দাবী লিখিত আকারে পেশ করেন। পরে দুই শিক্ষকের পদত্যাগ পত্রে তিনি স্বাক্ষর করেন।

এ সময় প্রতিষ্ঠানের সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে সালিক রুমাইয়া উপস্থিত ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে দিকনির্দেশনামুলক বক্তব্য রাখেন। সেই সাথে তাদের পছন্দকে প্রধান্য দিয়ে ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসেবে অলিউর রহমান সরকারকে দায়িত্ব প্রদান করেন। পরে তিনি পদত্যাগকারী দুই শিক্ষকের বিরুদ্ধে চার সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি করার ঘোষণা দেন। কমিটির দুই জন নির্বাহী কর্মকর্তার প্রতিনিধি ও বাকি দুইজনের নাম আগামী কয়েক দিনের ভিতরে ছাত্রছাত্রী ও অভিভাবকদের মতামতের ভিত্তিতে নাম প্রস্তাব করা কথা তিনি বলেন। সেই সাথে যেকোন দাবী দাওয়া আদায়ে সরাসরি সভাপতির দপ্তরে গিয়ে লিখিত আকারে দেয়ার জন্য অনুরোধ করেন এবং কোন রকম কর্মসূচি যাতে করে জনদূর্ভোগ সৃষ্টি হয় তা পালন না করার আহবান জানান।

এ সময় আরো উপস্থিত ছিলেন ২ নং জৈন্তাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফখরুল ইসলাম, সাবেক চেয়ারম্যান হাজী আলমগীর হোসেন, ব্যবসায়ী সৈয়দ আব্দুন নূর মেম্বার, সাবেক শিক্ষানুরাগী শফিকুল ইসলাম শফিক, সাবেক সদস্য কাজি জয়নাল আবেদীন, মাসুক আহমেদ, জাহিদ মিয়া প্রাক্তন শিক্ষার্থী দিলদার আহমেদ দিদার,সোহেল আহমেদ,আব্দুস সাত্তার, ইউসুফুর রহমান, আকতার হোসেন আকাশ, হেলাল খান, মাসুদুল ইসলাম শাহেদ, সেলিম আহমেদ, সরোয়ার হোসেন সহ প্রতিষ্ঠানের প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীরা।


এই বিভাগের আরো খবর

আপনার ওয়েবসাইটের ভিজিটর মনিটরিং করার জন্য এটা ব্যবহার করতে পারেন, এটি গুগল এনালাইটিক এর মত কাজ করে।