মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর ২০২৪, ০৩:৪৮ অপরাহ্ন

চাঁদাবাজ ও আওয়ামী সিন্ডিকেট কমিটির অপসারণের দাবিতে তামাবিল স্থলবন্দরে বৈষম্য বিরোধী শিক্ষার্থীদের মানব বন্ধন

ডেস্ক রিপোর্ট / ৬৪ মোট শেয়ার
হালনাগাদ : শনিবার, ২৪ আগস্ট, ২০২৪
চাঁদাবাজ ও আওয়ামী সিন্ডিকেট কমিটির অপসারণের দাবিতে তামাবিল স্থলবন্দরে বৈষম্য বিরোধী শিক্ষার্থীদের মানব বন্ধন

চাঁদাবাজ ও আওয়ামী সিন্ডিকেট কমিটির অপসারণের দাবিতে তামাবিল স্থলবন্দরে বৈষম্য বিরোধী শিক্ষার্থীদের মানব বন্ধন

তামাবিল স্থল বন্দরে আওয়ামীলীগের মদদপুষ্ট সন্ত্রাস ও তার তাদের পেতাত্মা, চাঁদাবাজ, টেন্ডারবাজ ও দখলদারদের বিরুদ্ধে অবিলম্বে দ্রুত গ্রেপ্তার ও আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবিতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে এক মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। ২৪ আগষ্ট শনিবার বিকেলে তামাবিল স্থল বন্দরের মূল ফটকের সামনে শিক্ষার্থীরা দীর্ঘ সারীতে এই মানব বন্ধন করে।

এসময় আওয়ামী সরকারের আমলে আওয়ামী মদদপুষ্ট তামাবিলের সিন্ডিকেট এম লিয়াকত আলী, জালাল উদ্দিন, ছরোয়ার হোসেন ছেদু, ওমর ফারুক ও রাসেলসহ চিহ্নিত চাঁদাবাজ, টেন্ডারবাজ ও দখলদারদের দ্রুত গ্রেফতার ও আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয় । বিগত ১৫ বছর স্বৈরাচার আওয়ামী সরকার ভারতের সাথে নতজানু পররাষ্ট্রনীতি কায়েম করে, যার ফলে বৃহত্তর জৈন্তাসহ সিলেট অঞ্চলের ব্যবসায়ীরা নানাবিদ বঞ্চনা ও নিপীড়নের শিকার হয়েছে বলে অভিযোগ করেন বক্তারা।

সেই সময় আওয়ামী লীগের নামধারী কতিপয় নেতাকর্মীরা বন্দরের কর্মকর্তা-কর্মচারীদের সমন্নয়ে ব্যাপক অনিয়মের মাধ্যমে সাধারণ ব্যবসায়ীদের জিম্মি করে হাজার কোটি টাকা লুটপাট করেছে।
আমরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে দীর্ঘ এ মানববন্ধনে সরকারের বিগত ১৫ বছরের শাসনে লুটপাট, টাকা পাচার আর গুম খুনের ফিরিস্তি টেনে সমালোচনা করেন তারা।

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সভাপতি আব্দুর রহমানের সভাপতিত্বে ও আব্দুল্লাহ আল মাসুমের উপস্থাপনায় বক্তব্য রাখেন এমসি কলেজের শিক্ষার্থী আবু তায়্যিব ফয়জুল্লাহ সাকিল, নূর মোহাম্মদ, ফয়সল আহমদ, সিলেট সরকারী কলেজের শিক্ষার্থী রাজি রায়হান, সাকিব হোসেন, লোকমান আহমদ, মৌলভিবাজার সরকারী কলেজের শিক্ষার্থী খায়রুল ইসলাম প্রমুখ।


এই বিভাগের আরো খবর

আপনার ওয়েবসাইটের ভিজিটর মনিটরিং করার জন্য এটা ব্যবহার করতে পারেন, এটি গুগল এনালাইটিক এর মত কাজ করে।