মঙ্গলবার, ০৫ নভেম্বর ২০২৪, ০৯:০২ পূর্বাহ্ন

জরায়ুর ক্যান্সার প্রতিরোধের জন্য এইচপিভি টিকাদান ক্যাম্পেইন ২০২৪ উপলক্ষে প্রেস কনফারেন্স অনুষ্ঠিত

ডেস্ক রিপোর্ট / ১২০ মোট শেয়ার
হালনাগাদ : মঙ্গলবার, ১৫ অক্টোবর, ২০২৪
জরায়ুর ক্যান্সার প্রতিরোধের জন্য এইচপিভি টিকাদান ক্যাম্পেইন ২০২৪ উপলক্ষে প্রেস কনফারেন্স অনুষ্ঠিত।

সুনামগঞ্জ জেলা সিভিল সার্জন কার্যালয়ের আয়োজনে ১৫ অক্টোবর দুপুর ১ টায় সুনামগঞ্জ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জরায়ুমুখ ক্যান্সার প্রতিরোধের জন্য এইচপিভি টিকাদান ক্যাম্পেইন ২০২৪ উপলক্ষে প্রেস কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে।

সুনামগঞ্জ জেলার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট ডঃ মোহাম্মদ ইলিয়াস মিয়ার সভাপতিত্বে ও ডেপুটি সিভিল সার্জন ডাঃ সুকদেব সাহার সঞ্চালনায় উপস্থিত ছিলেন সুনামগঞ্জ জেলার সিভিল সার্জন ডাঃ মোঃ জসিম উদ্দিন, অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব ছাব্বির আহমদ আকুঞ্জি,অতিরিক্ত পুলিশ সুপার জাহিদুল ইসলাম খান, সুনামগঞ্জ সদর ইউএনও অতীশ দর্শী চাকমা,জেলা সমাজ সেবা অধিদপ্তর উপ পরিচালক সুচিত্রা রায়, সুনামগঞ্জ জেলা তথ্য অফিসার,সুনামগঞ্জ জেলা প্রেস ক্লাব সভাপতি লতিফুর রহমান রাজু সাবেক সভাপতি শাহজাহান চৌধুরী সহ অন্যান্য কর্মকর্তা গণ এবং বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

বক্তারা বলেন, সুনামগঞ্জ জেলা পর্যায়ের এইচপিভি টিকাদান ক্যাম্পেইন কার্যক্রম আগামী ২৪ অক্টোবর থেকে এক মাস ব্যাপী অনুষ্ঠিত হবে। প্রথম দশ কার্য দিবস শিক্ষা প্রতিষ্ঠানে ৫ম থেকে ৯ম শ্রেণির ছাত্রীদের কে এবং পরবর্তী আট কর্ম দিবস কমিউনিটিতে ১০-১৪ বছর বয়সী কিশোরীদের কে অস্থায়ী টিকাদান কেন্দ্রে এক ডোজ এইচপিভি টিকা দেয়া হবে। এ বিষয়ে নিজ নিজ অবস্থান থেকে সবাই সহযোগিতার আহবান জানান।


এই বিভাগের আরো খবর

আপনার ওয়েবসাইটের ভিজিটর মনিটরিং করার জন্য এটা ব্যবহার করতে পারেন, এটি গুগল এনালাইটিক এর মত কাজ করে।