শুক্রবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৫, ০৭:২৯ পূর্বাহ্ন

সিলেটে ইঞ্জিনিয়ারিং কলেজ ছাত্রলীগ সেক্রেটারিসহ দুজনকে কুপিয়ে জখম

ডেস্ক রিপোর্ট / ১৫৭ মোট শেয়ার
হালনাগাদ : শনিবার, ১৯ অক্টোবর, ২০২৪
সিলেটে ইঞ্জিনিয়ারিং কলেজ ছাত্রলীগ সেক্রেটারিসহ দুজনকে কুপিয়ে জখম

সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজ ছাত্রলীগ সাধারণ সম্পাদক হাসান মাহমুদ (২৫)সহ দু’জনকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা।

শুক্রবার (১৮ অক্টোবর) সন্ধ্যায় নগরের মেন্দিবাগ পয়েন্ট সংলগ্ন সড়কে এ ঘটনা ঘটে। আহতদের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের ঢাকায় প্রেরণ করা হয়েছে।

আহতরা হলেন, সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক ও দক্ষিণ সুরমার কদমতলি এলাকার আব্দুল বাসিত সেলিমের ছেলে মো. হাসান মাহমুদ (২৫) ও নগরের মেন্দিবাগ এলাকার বাসিন্দা মো. মাজহার (২৬)।

সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ কমিশনার (মিডিয়া)মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, ঘটনার সময় এ দুজন মেন্দিবাগ এলাকায় দাঁড়ানো ছিলেন। এমন সময় ৭/৮টি মোটরসাইকেলে দুর্বৃত্তরা ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে তাদের আহত করে উপশহরের দিকে চলে যায়।

তিনি বলেন, খবর পেয়ে কোতোয়ালি পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। তবে এ ঘটনায় কাউকে আটক করা যায়নি।

পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে সিলেট এম এ জি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালের ২৯ নং ওয়ার্ডে ভর্তি করেন।

সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালের উপ পরিচালক ডা. সৌমিত্র চক্রবর্তী এ তথ্য নিশ্চিত করে বলেন, আহতদের দু’জনের হাতের রগ কেটে গেছে। তাদের ভাস্কুলার সার্জারি প্রয়োজন। এটি এই হাসপাতালে না থাকায় ঢাকায় প্রেরণ করা হয়েছে।


এই বিভাগের আরো খবর