বুধবার, ১১ ডিসেম্বর ২০২৪, ০৬:০৭ পূর্বাহ্ন

সুনামগঞ্জ-সিলেট সড়কে গণপরিবহন শ্রমিকদের কর্মবিরতির ডাক

ডেস্ক রিপোর্ট / ১৪১ মোট শেয়ার
হালনাগাদ : সোমবার, ২১ অক্টোবর, ২০২৪
সুনামগঞ্জ-সিলেট সড়কে গণপরিবহন শ্রমিকদের কর্মবিরতির ডাক

সুনামগঞ্জ-সিলেট মহাসড়কের লামাকাজি এম এ খান সেতুর টোল আদায় বন্ধের দাবিতে ২৩ অক্টোবর থেকে অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতির ডাক দিয়েছে সুনামগঞ্জের সকল গণপরিবহন মালিক শ্রমিক পরিষদ।

সোমবার (২১ অক্টোবর) দুপুরে সুনামগঞ্জ কেন্দ্রীয় বাস টার্মিনালে গণপরিবহন সংগঠনের নেতৃবৃন্দের সভার মাধ্যমে এই কর্মবিরতির ঘোষণা দেন মালিক শ্রমিক পরিবহনের নেতারা।

পরিবহন সংগঠনের নেতারা জানান, সিলেট লামাকাজি এম এ খান সেতুতে গত ৪০ বছর ধরে টোল আদায় করা হচ্ছে। সেতুর নির্মাণ ব্যয় ছিল মাত্র সাড়ে ৭ কোটি টাকা। দীর্ঘ ৪০ বছরে হাজার কোটি টাকা আদায় হলেও টোল থেকে রেহাই পাচ্ছে না পরিবহন শ্রমিকরা।

এ সময়, সেতুর টোল আদায় বন্ধ করা না হলে সিলেট বিভাগজুড়ে পরিবহন ধর্মঘটের ডাক দেয়ারও হুঁশিয়ারি দেন তারা।


এই বিভাগের আরো খবর

আপনার ওয়েবসাইটের ভিজিটর মনিটরিং করার জন্য এটা ব্যবহার করতে পারেন, এটি গুগল এনালাইটিক এর মত কাজ করে।