মঙ্গলবার, ০৫ নভেম্বর ২০২৪, ০৯:০৪ পূর্বাহ্ন

আগামীকাল থেকে ফুটপাত ও সড়কে বসতে পারবে না হকাররা

ডেস্ক রিপোর্ট / ৫৫ মোট শেয়ার
হালনাগাদ : শনিবার, ২৬ অক্টোবর, ২০২৪
আগামীকাল থেকে ফুটপাত ও সড়কে বসতে পারবে না হকাররা

আগামীকাল থেকে ফুটপাত ও সড়কে বসতে পারবে না হকাররা

২৬ অক্টোবর,শনিবার সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনারের কার্যালয়ে সিলেট হকার ঐক্য পরিষদের নেতৃবৃন্দের সাথে পুলিশ কমিশনার মোঃ রেজাউল করিম পিপিএম মহোদয় মতবিনিময় করেছেন। উক্ত মতবিনিময় সভায় বাংলাদেশ সেনাবাহিনী, সিলেট সিটি কর্পোরেশন ও হকার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। উক্ত সভায় সিদ্ধান্ত গৃহীত হয় যে তালিকাভুক্ত ১০৪০ জন হকার সিলেট সিটি কর্পোরেশন নির্ধারিত স্থানে আগামীকাল থেকে চলে যাবে।

সিটি কর্পোরেশন হকারদের ব্যবসা করার উপযুক্ত পরিবেশ শেড নির্মাণ, রাস্তা নির্মাণ ও ড্রেন পরিস্কার সহ পরিষ্কার পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করবেন। রাস্তা ও ফুটপাত অবৈধ দখল মুক্তকরণে সিলেট মেট্রোপলিটন পুলিশ ও সিলেট সিটি কর্পোরেশন আগামীকাল থেকে কাজ শুরু করবে। রাস্তা ও ফুটপাত দখল করে দোকান না বসাতে হকার নেতৃবৃন্দ অন্যান্য সকল হকারদের উদ্বুদ্ধ করবেন।


এই বিভাগের আরো খবর

আপনার ওয়েবসাইটের ভিজিটর মনিটরিং করার জন্য এটা ব্যবহার করতে পারেন, এটি গুগল এনালাইটিক এর মত কাজ করে।