সিলেটে পুলিশ দেখে চিনিভর্তি ট্রাক ফেলে পালাল তিন চোরাকারবারি
সিলেটে ৮৫ বস্তা ভারতীয় চিনিসহ একটি ট্রাক জব্দ ও চোরাই কাজে সহায়তাকারী হিসেবে ট্রাকচালককে গ্রেপ্তার করেছে পুলিশ।গত বৃহস্পতিবার রাতে সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) জালালাবাদ থানা এলাকার সিলেট-সুনামগঞ্জ সড়কের তেমুখীতে জব্দ করা হয় এসব চোরাই চিনি।সিলেট বিভাগের ভ্রমণ প্যাকেজ
শুক্রবার (২৫ অক্টোবর) এসএমপি সংবাদ বিজ্ঞপ্তি দিয়ে এ তথ্য জানিয়েছে।জব্দ করা ৮৫ বস্তায় ৪ হাজার ২৫০ কেজি চিনি রয়েছে। বাজারমূল্য অনুযায়ী এর দাম প্রায় ৫ লাখ ১০ হাজার টাকা।সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, জালালাবাদ থানার এসআই জুয়েল চৌধুরীর নেতৃত্বে একদল পুলিশ বৃহস্পতিবার রাতের টহলে সিলেট-সুনামগঞ্জ সড়কের তেমুখীতে অবস্থান করছিল। এ সময় টুকেরবাজার থেকে একটি ট্রাক দ্রুতগতিতে নগরীর দিকে যাওয়ার সময় হঠাৎ থেমে যায়। পুলিশ দল ট্রাকটির দিকে যেতে চাইলে তিনজন দৌড়ে পালিয়ে যায়। ট্রাকচালক আব্দুল আহাদকে (৩২) আটক করে ট্রাকে তল্লাশি করলে মেলে ৮৫ বস্তা চোরাই চিনি।
পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে ট্রাকচালক জানান, সিলেটের সীমান্ত উপজেলা গোয়াইনঘাটের হাদারপার এলাকার দেলোয়ার হোসেন মোল্লা (২৮), কামরুল (৩২) ও নজরুল মোল্লা (৪৫) নামের তিন ব্যক্তি চোরাই চিনি ট্রাকে করে নগরীতে নিয়ে যাচ্ছিলেন। পুলিশ দেখে তারা পালিয়েছেন এসএমপির এডিসি (মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, ‘চিনির সঙ্গে ট্রাকটিও জব্দ করা হয়েছে। আটক ব্যক্তিকে গ্রেপ্তার দেখিয়ে এ ঘটনায় জালালাবাদ থানায় মামলা হয়েছে। মামলায় পলাতক তিনজনকেও আসামি করা হয়।’
আপনার ওয়েবসাইটের ভিজিটর মনিটরিং করার জন্য এটা ব্যবহার করতে পারেন, এটি গুগল এনালাইটিক এর মত কাজ করে।