মঙ্গলবার (২৯ অক্টোবর) রাত সাড়ে ৮টা থেকে রাত ১১টা পর্যন্ত এই অভিযান চলে। এতে পুলিশ, সেনাবাহিনী, আনসার ও বিআরটিএ’র কর্মকর্তারা অংশ নেন।
এ বিষয়ে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) স্বপন কুমার সরকার বলেন, আমরা ঢাকা-আরিচা মহাসড়কে চলাচলরত মোটরসাইকেল, প্রাইভেটকার ও মাইক্রোবাসের কাগজপত্র পরীক্ষা করেছি। এ সময় নিয়মিত মামলার অংশ হিসেবে ৪০টি যানবাহনকে মোট ১ লক্ষ আটাশি হাজার পাঁচশত টাকা জরিমানা করা হয়েছে। সেই সঙ্গে ১৫টি মোটরসাইকেল ও একটি প্রাইভেটকার আটক করা হয়েছে। এসব যানবাহনের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।
আপনার ওয়েবসাইটের ভিজিটর মনিটরিং করার জন্য এটা ব্যবহার করতে পারেন, এটি গুগল এনালাইটিক এর মত কাজ করে।