মঙ্গলবার, ০৫ নভেম্বর ২০২৪, ০৮:৩১ পূর্বাহ্ন

যৌথবাহিনীর অভিযানে ৪০ মামলা ও ১৬ যানবাহন আটক

ডেস্ক রিপোর্ট / ৪৮ মোট শেয়ার
হালনাগাদ : বুধবার, ৩০ অক্টোবর, ২০২৪
যৌথবাহিনীর অভিযানে ৪০ মামলা ও ১৬ যানবাহন আটক

সড়কে নিরাপত্তা বৃদ্ধি এবং শৃঙ্খলা রক্ষায় ঢাকা-আরিচা মহাসড়কের মানিকগঞ্জ বাসস্ট্যান্ড এলাকায় অভিযান পরিচালনা করেছে যৌথবাহিনী।

মঙ্গলবার (২৯ অক্টোবর) রাত সাড়ে ৮টা থেকে রাত ১১টা পর্যন্ত এই অভিযান চলে। এতে পুলিশ, সেনাবাহিনী, আনসার ও বিআরটিএ’র কর্মকর্তারা অংশ নেন।

এ বিষয়ে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) স্বপন কুমার সরকার বলেন, আমরা ঢাকা-আরিচা মহাসড়কে চলাচলরত মোটরসাইকেল, প্রাইভেটকার ও মাইক্রোবাসের কাগজপত্র পরীক্ষা করেছি। এ সময় নিয়মিত মামলার অংশ হিসেবে ৪০টি যানবাহনকে মোট ১ লক্ষ আটাশি হাজার পাঁচশত টাকা জরিমানা করা হয়েছে। সেই সঙ্গে ১৫টি মোটরসাইকেল ও একটি প্রাইভেটকার আটক করা হয়েছে। এসব যানবাহনের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।


এই বিভাগের আরো খবর

আপনার ওয়েবসাইটের ভিজিটর মনিটরিং করার জন্য এটা ব্যবহার করতে পারেন, এটি গুগল এনালাইটিক এর মত কাজ করে।