মঙ্গলবার, ০৫ নভেম্বর ২০২৪, ১০:০৮ পূর্বাহ্ন

সিলেটে কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ

ডেস্ক রিপোর্ট / ৮২ মোট শেয়ার
হালনাগাদ : বৃহস্পতিবার, ৩১ অক্টোবর, ২০২৪
সিলেটে কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ

শুল্ক ফাঁকি দিয়ে ভারত থেকে বাংলাদেশে আনা বিপুল পরিমাণ চোরাই পণ্য জব্দ করা হয়েছে। বুধ ও বৃহস্পতিবার (৩০ অক্টোবর-৩১ অক্টোবর) সিলেট ও সুনামগঞ্জ জেলার সীমান্তবর্তী এলাকায় বিজিবির চোরাচালানবিরোধী অভিযানে এসব পণ্য জব্দ করা হয়।

বর্ডার গার্ড ব্যাটালিয়ন বাংলাদেশ (বিজিবি) ৪৮ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. হাফিজুর রহমানের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত হওয়া গেছে।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, অভিযানে সিলেট জেলার সীমান্ত এলাকা থেকে ২০৪ পিস শাড়ী, ১৮০০ পিস সানগ্লাস, ৬৩০ পিস নিভিয়া সফট ক্রিম, ৩১ কেজি সার্ফ এক্সেল, ৯৬ বোতল মদ, ৩টি মোটরসাইকেল, ২২০০ কেজি রসুন ও অবৈধভাবে পাথর উত্তোলন কাজে ব্যবহৃত ১২টি নৌকাসহ বিভিন্ন পণ্য জব্দ করা হয়।

এসব পণ্যের বাজারমূল্য আনুমানিক ১ কোটি ৩৪ লাখ ৪১ হাজার ৫০০ টাকা বলে জানিয়েছে বিজিবি।

বিজিবি ৪৮ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. হাফিজুর রহমান জানান, জব্দ করা ভারতীয় চোরাচালানের মালামাল স্থানীয় কাস্টমসে জমা দেওয়া হবে। এছাড়া সরকারের নির্দেশনা অনুযায়ী সীমান্তে নিরাপত্তা রক্ষা ও চোরাচালান প্রতিরোধকল্পে বিজিবির অভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে।


এই বিভাগের আরো খবর

আপনার ওয়েবসাইটের ভিজিটর মনিটরিং করার জন্য এটা ব্যবহার করতে পারেন, এটি গুগল এনালাইটিক এর মত কাজ করে।