বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর ২০২৪, ০১:৪৫ পূর্বাহ্ন

প্রিয়দর্শিনী মৌসুমীর জন্মদিন আজ

ডেস্ক রিপোর্ট / ৭৫ মোট শেয়ার
হালনাগাদ : রবিবার, ৩ নভেম্বর, ২০২৪
প্রিয়দর্শিনী মৌসুমীর জন্মদিন আজ

ঢাকাই সিনেমার জনপ্রিয় মুখ আরিফা জামান মৌসুমী। ছোট থেকে বড় এক নামে চেনে এ অভিনেত্রীকে। ‌‘কেয়ামত থেকে কেয়ামত’ সিনেমা দিয়ে ঢালিউডে অভিষেক তার। ‘দোলা’, ‘অন্তরে অন্তরে’, ‘দেনমোহর’ ও ‘স্নেহ’ চলচ্চিত্রে অভিনয় করে দর্শকমহলে জনপ্রিয়তা লাভ করেন। এরপর আর পেছন ফিরে তাকাতে হয়নি এ অভিনেত্রীকে।

আজ ৩ নভেম্বর। মৌসুমীর পরিবার ও ভক্তদের কাছে একটি বিশেষ দিন। কারণ আজ জনপ্রিয় অভিনেত্রী মৌসুমীর জন্মদিন। ৫০ পেরিয়ে ৫১ বছরে পা রাখলেন মৌসুমী।

বর্তমানে আমেরিকায় বসবাস করছেন এই চিত্রনায়িকা। গত বছরের মতো এবারও অভিনেত্রী তার জন্মদিন উদযাপন করবেন যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে। গেল বছরের অক্টোবরে নিউ ইয়র্কে গিয়েছিলেন তিনি। এর মধ্যে মৌসুমীর আর দেশে ফেরা হয়নি। তবে ইচ্ছা ছিল একবার দেশে ফেরার।

কিন্তু আপাতত তিনি দেশে ফিরছেন না বলে জানিয়েছেন।
ঘনিষ্ঠ সূত্রের তথ্য মতে, স্থায়ী আবাসন গড়ার লক্ষ্যে দেশটিতে অবস্থান করছেন তিনি। গিয়েছেন গত বছরের অক্টোবরে। আবেদন করেছেন গ্রিনকার্ডের জন্য।

এখনো সেটা পাননি বলেই দেশে আসতে পারছেন না। মার্কিন সাম্রাজ্যে গত বছর জন্মদিন পালন করেছেন এ অভিনেত্রী। দেখতে দেখতে বছর ঘুরে আবারও এলো সেই বিশেষ দিন। এবারও কাটাচ্ছেন আমেরিকায়। দিনটি উপলক্ষে বিশেষ কোনো আয়োজন নেই বলে জানিয়েছেন মৌসুমী।

জন্মদিন প্রসঙ্গে গণমাধ্যমকে মৌসুমী বলেন, ‘জন্মদিন নিয়ে এবার বিশেষ কোনো পরিকল্পনা নেই। আমার একমাত্র কন্যা ফাইজার খুব ইচ্ছা আমি যেন ঘরেই থাকি, শুধু তাকেই সময় দেই। তো, তাকেই সময় দেব। যদি সময় সুযোগ হয় হয়তো আশপাশেই ফাইজাকে নিয়ে একটু ঘুরতে বের হব। বাসায় আমি নিজের হাতেই রান্না করব, একটা কেকও বানাব। তবে মিস করব সানী (স্বামী অভিনেতা ওমর সানী) আর ফারদিনকে (ছেলে)। তারা সঙ্গে থাকলে হয়তো সময়টা আরো অনেক বেশি ভালো লাগার, আনন্দের হয়ে উঠত। ভক্ত-দর্শকসহ দেশবাসীর কাছে আমার জন্য, আমার পরিবারের জন্য দোয়া চাই।’

মৌসুমীর জন্মদিন উপলক্ষে তার স্বামী অভিনেতা ওমর সানী বলেন, ‘খুব শিগগির দেশে ফিরবে মৌসুমী। জন্মদিনে তাকে পাশে না পেয়ে আমারও খারাপ লাগছে। কিছু করার নেই, পারিপার্শ্বিক অবস্থা বিবেচনায় সব মেনে নিতে হবে।’

১৯৭৩ সালের আজকের এই দিনে জন্মগ্রহণ করেছিলেন মৌসুমী। ২০ বছর বয়সে ‘কেয়ামত থেকে কেয়ামত’ ছবির মধ্য দিয়ে দেশের চলচ্চিত্রে অভিষেক ঘটে তার। প্রথম ছবিতে নায়ক ছিলেন সালমান শাহ। এরপর অসংখ্য হিট সিনেমায় কাজ করেছেন অভিনেত্রী। অভিনয়ের পাশাপাশি গান গাওয়া, ছবি পরিচালনা এবং প্রযোজনাও করেছেন মৌসুমী। সালমান শাহ ছাড়া ওমর সানীর সঙ্গেও তার জুটি জনপ্রিয় হয়েছিল। বিয়েও করেছেন ওমর সানীকে। ক্যারিয়ারে অনেক পুরস্কার অর্জনের পাশাপাশি দুইবার জাতীয় চলচ্চিত্র পুরস্কারেও ভূষিত হয়েছেন এ অভিনেত্রী


এই বিভাগের আরো খবর

আপনার ওয়েবসাইটের ভিজিটর মনিটরিং করার জন্য এটা ব্যবহার করতে পারেন, এটি গুগল এনালাইটিক এর মত কাজ করে।