বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর ২০২৪, ১২:৫৩ পূর্বাহ্ন

ময়মনসিংহে ফিলিং স্টেশনে আগুনে নিহত ১

ডেস্ক রিপোর্ট / ৪৩ মোট শেয়ার
হালনাগাদ : সোমবার, ৪ নভেম্বর, ২০২৪
ময়মনসিংহে ফিলিং স্টেশনে আগুনে নিহত ১

ময়মনসিংহে ফিলিং স্টেশনে আগুনে নিহত ১

ময়মনসিংহ নগরীর রহমতপুরে একটি সিএনজি ফিলিং স্টেশনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করে। এতে দগ্ধ হয়ে অজ্ঞাত এক প্রাইভেটকার চালক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন কমপক্ষে ছয়জন।

সোমবার (৪ নভেম্বর) দুপুর পৌনে ৩ টার দিকে নগরীর রহমতপুর বাইপাস মোড়ে আজহার ফিলিং স্টেশন ও ইন্ট্রাকো সিএনজি গ্যাস পাম্পে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে কোতোয়ালি মডেল থানার ওসি মো. সফিকুল ইসলাম খান গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তবে কীভাবে আগুন লেগেছে তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। আহতদের উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। ময়মনসিংহ ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার মো. দেলোয়ার হোসেন গণমাধ্যমকে বলেন, পাম্পের গ্যাস লাইন ফেটে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ৬টি ইউনিটে সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আসে। এখন ডাম্পিংয়ের কাজ চলছে। তবে তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।


এই বিভাগের আরো খবর

আপনার ওয়েবসাইটের ভিজিটর মনিটরিং করার জন্য এটা ব্যবহার করতে পারেন, এটি গুগল এনালাইটিক এর মত কাজ করে।