বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর ২০২৪, ০১:৪৮ পূর্বাহ্ন

সীমান্তে বিজিবির চোরাচালান বিরোধী অভিযানে ৮ কোটি ২ লাখ টাকার ভারতীয় মালামাল জব্দ

ডেস্ক রিপোর্ট / ৪৫ মোট শেয়ার
হালনাগাদ : মঙ্গলবার, ৫ নভেম্বর, ২০২৪
সীমান্তে বিজিবির চোরাচালান বিরোধী অভিযানে ৮ কোটি ২ লাখ টাকার ভারতীয় মালামাল জব্দ

সীমান্তে বিজিবির চোরাচালান বিরোধী অভিযানে ৮ কোটি ২ লাখ টাকার ভারতীয় মালামাল জব্দ

সিলেটে এ যাবৎকালের সর্ববৃহৎ চোরাচালান বিরোধী অভিযানে বিপুল পরিমাণ আমদানি নিষিদ্ধ ভারতীয় চোরাচালানের মালামাল জব্দ করেছে বিজিবি ৪৮ সিলেট ব্যাটালিয়ন। ৫ নভেম্বর রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযানে চালিয়ে ৪৮ বিজিবির দায়িত্বাধীন সিলেট জেলার গোয়াইনঘাট উপজেলার সীমান্তবর্তী রাধানগর এলাকায় মেজর মোঃ নূরুল হুদা, উপ-অধিনায়ক, সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) এর নেতৃত্বে বিজিবি, ম্যাজিস্ট্রেট ও পুলিশের সমন্বয়ে টাস্কফোর্স অভিযান পরিচালনা করা হয়।

উক্ত অভিযানে ভারতীয় শাড়ী-২,৯০৭ পিস, কাশ্মীরি শাল- ১,১৬২ পিস, থ্রী পিস-৪১৩ পিস, বিভিন্ন প্রকার থান কাপড়-১২,৪৩৫ মিটার, ব্লেজারের থান কাপড়-১,১৬০ মিটার, মকমলের সোভার কভার-১৫৫৬ মিটার, বিভিন্ন প্রকার ক্রিম-৪৪,৭২২ পিস, পন্ডস ফেস ওয়াশ-১,৬৬৯ পিস, জনসন বেবী লোশন-৬১২ পিস ব্রিকস চকলেট-২,৬২,৯৯০ পিস, ই-ক্যাপ ট্যাবলেট-১৩,২৬০ পিস, এবং অন্যান্য ভারতীয় পণ্য আটক করে।

যার আনুমানিক সিজার মূল্য-৮,০২,৩১,১৫০.০০ (আট কোটি দুই লক্ষ একত্রিশ হাজার একশত পঞ্চাশ) টাকা। সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোঃ হাফিজুর রহমান, পিএসসি বলেন, উর্ধ্বতন সদরের নির্দেশনা অনুযায়ী সীমান্তে নিরাপত্তা রক্ষা ও চোরাচালান প্রতিরোধে বিজিবি’র আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা সর্বোতভাবে অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় সীমান্তবর্তী এলাকার অভিযান পরিচালনা করে চোরাচালানী মালামাল জব্দ করা হয়। আটককৃত চোরাচালানী মালামাল সমূহের বিধি মোতাবেক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।


এই বিভাগের আরো খবর

আপনার ওয়েবসাইটের ভিজিটর মনিটরিং করার জন্য এটা ব্যবহার করতে পারেন, এটি গুগল এনালাইটিক এর মত কাজ করে।