বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর ২০২৪, ১২:৫৬ পূর্বাহ্ন

সোহরাওয়ার্দীতে আজ ইসলামী মহাসম্মেলন, জনতার ঢল

ডেস্ক রিপোর্ট / ৬৩ মোট শেয়ার
হালনাগাদ : মঙ্গলবার, ৫ নভেম্বর, ২০২৪
সোহরাওয়ার্দীতে আজ ইসলামী মহাসম্মেলন, জনতার ঢল

পূর্ব ঘোষণা অনুযায়ী আজ মঙ্গলবার সকালে ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে ইসলামী মহাসম্মেলন অনুষ্ঠিত হবে। ইসলামি মহাসম্মলনে যোগ দিতে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে আলেম-ওলামা ও জনতার ঢল নেমেছে।

সকাল হবার আগেই সারাদেশ থেকে লোকজন আসতে শুরু করেন। এতে শাহবাগসহ আশপাশের রাস্তাগুলোতে যানজট দেখা দিয়েছে।

আজ মঙ্গলবার সকাল ৯টায় ইসলামী মহাসম্মেলনটি অনুষ্ঠিত হবে।

ইসলামী মহাসম্মেলনকে সফল করার জন্য প্রস্তুতি কমিটির পক্ষ থেকে সংবাদ সম্মেলনের মাধ্যমে সার্বিক বিষয় পরিস্থিতি তুলে ধরা হয়েছে। সোমবার রাত ৮টায় রাজধানীর পুরানো পল্টন একটি রেস্তোরাঁয় সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

এতে মহাসম্মেলনের সার্বিক পরিস্থিতি নিয়ে গণমাধ্যমে ব্রিফিং করেন মহাসম্মেলন বাস্তবায়ন কমিটির পক্ষ থেকে অন্যতম দায়িত্বশীল মাওলানা ফজলুল করীম কাসেমী।

এতে দেশের সর্বস্তরের আলেম-ওলামা ও তাওহিদি জনতাকে যোগ দেওয়ার আহ্বান জানানো হয়েছে।
গত রোববার এক বিবৃতিতে বলা হয়, ‘দাওয়াত ও তাবলিগ, মাদারেসে কওমিয়া এবং দ্বিনের হেফাজতের লক্ষ্যে’ ওলামা-মাশায়েখ বাংলাদেশের উদ্যোগে মহাসম্মেলনটি হবে।

সম্মেলনে যোগ দিতে আহ্বান জানিয়েছেন আল্লামা শাহ মহিবুল্লাহ বাবুনগরী, আল্লামা খলিল আহমাদ কাসেমী হাটহাজারী, আল্লামা আব্দুল হামিদ পীর সাহেব মধুপুর, আল্লামা আব্দুল রহমান হাফেজ্জী, আল্লামা নুরুল ইসলাম, আদিব সাহেব হুজুর, মাওলানা ওবায়দুল্লাহ ফারুক, মাওলানা রশিদুর রহমান, আল্লামা শাইখ জিয়াউদ্দিন, আল্লামা শায়েখ সাজিদুর রহমান, আল্লামা আব্দুল কুদ্দুস, ফরিদাবাদ, আল্লামা নুরুল ইসলাম ওলিপুরী, মাওলানা মাহফুজুল হক, মাওলানা আবু তাহের নদভী, মাওলানা আরশাদ রহমানি, মাওলানা সালাহউদ্দীন নানুপুরী, মাওলানা মুস্তাক আহমদ, অধ্যক্ষ মিজানুর রহমান চৌধুরী, মাওলানা আনোয়ারুল করীম, মাওলানা মুফতি মোহাম্মদ আলী, মাওলানা মুফতি মনসুরুল হক, মাওলানা মুফতি দেলাওয়ার হোসাইন প্রমুখ।

 


এই বিভাগের আরো খবর

আপনার ওয়েবসাইটের ভিজিটর মনিটরিং করার জন্য এটা ব্যবহার করতে পারেন, এটি গুগল এনালাইটিক এর মত কাজ করে।