বুধবার, ১১ ডিসেম্বর ২০২৪, ০৫:৫২ পূর্বাহ্ন

নতুন কাপড় পেয়ে আনন্দিত এতিম ৪৫ মাদ্রাসা শিক্ষার্থী

ডেস্ক রিপোর্ট / ৯৭ মোট শেয়ার
হালনাগাদ : বুধবার, ৬ নভেম্বর, ২০২৪
নতুন কাপড় পেয়ে আনন্দিত এতিম ৪৫ মাদ্রাসা শিক্ষার্থী

নতুন কাপড় পেয়ে আনন্দিত এতিম ৪৫ মাদ্রাসা শিক্ষার্থী

সুনামগঞ্জের দিরাইয়ে জামেয়া হাফিজিয়া হুসাইনিয়া মাদ্রাসার ৪৫ জন এতিম শিক্ষার্থীর মধ্যে নতুন কাপড় বিতরণ করা হয়েছে। ইতালিতে বসবাসরত দিরাই উপজেলাবাসীর সংগঠন ‘দিরাই সমাজকল্যাণ সমিতি মিলান লম্বারদিয়া ইতালির পক্ষ থেকে এ আয়োজন করা হয়। গতকাল (৬ নভেম্বর বুধবার) স্থানীয় একটি কনফারেন্স হলে বিতরণ অনুষ্ঠানে সাবেক উপজেলা চেয়ারম্যান মঞ্জুর আলম চৌধুরীর সভাপতিত্বে ও ছাত্রনেতা মেহেদী হাসান চৌধুরীর পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, দিরাই সরকারি ডিগ্রি কলেজের প্রিন্সিপাল ফখর উদ্দিন চৌধুরী। প্রধান বক্তার বক্তব্য দেন, দিরাই জামেয়া হাফিজিয়া হুসাইনিয়া মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আব্দুল কাদের।

বিশেষ অতিথি ছিলেন, শিক্ষক জাফর ইকবাল, সাইনুল হক চৌধুরী, আবু নুর মোহাম্মদ নুরুল আজিজ চৌধুরী, মুস্তাহার মিয়া মোস্তাক, সমাজকর্মী মোসলেহ উদ্দিন চৌধুরী মিলন, মহিউদ্দিন তালুকদার মিলাদ, ইউপি সদস্য মোহাম্মদ নুর আলম, দিরাই সমাজ কল্যাণ সমিতির সদস্য মুহাম্মদ হেলাল রানা, সাদিকুর রহমান প্রমুখ।সভাপতি বক্তব্যে বলেন, দিরাই সমাজ কল্যাণ সমিতি যেভাবে আন্তরিকতার সঙ্গে সহযোগিতার হাত বাড়িয়েছে, সেটি সত্যিই অতুলনীয়। তাদের এ উদার মানসিকতা সমাজের অন্যদেরকেও উদ্বুদ্ধ করবে বলে আশা রাখি। বক্তব্যে প্রধান অতিথি বলেন, সাধারণ শিক্ষার পাশাপাশি দ্বীনি শিক্ষার প্রয়োজন রয়েছে। দ্বীনি শিক্ষা না থাকায় সমাজে দুরবস্থা বিরাজ করছে। তিনি বলেন, সারা পৃথিবীতে দক্ষ জনশক্তির প্রয়োজনীয়তা রয়েছে। আমাদের মাদরাসার শিক্ষার্থীরা মেধার দিক থেকে কোনো অংশে কম নয়। এজন্য তাদেরকে এমনভাবে প্রস্তুত করতে হবে যাতে তারা প্রতিযোগিতার মাধ্যমে বিশ্বে জায়গা করে নিতে পারে।

অনুষ্ঠানে ৪৫ জন এতিম শিশুর মাঝে পাঞ্জাবি ও পায়জামা বিতরণ ও মধ্যাহ্নভোজের আয়োজন করা হয়। উল্লেখ্য দিরাই সমাজ কল্যাণ সমিতি মিলান লম্বারদিয়া ইতালি সাম্প্রতিক ফেনী-নোয়াখালীতে বন্যা দূর্গতদের সহায়তাসহ বিভিন্ন সামাজিক উন্নয়নমূলক কাজ করে আসছে।


এই বিভাগের আরো খবর

আপনার ওয়েবসাইটের ভিজিটর মনিটরিং করার জন্য এটা ব্যবহার করতে পারেন, এটি গুগল এনালাইটিক এর মত কাজ করে।